Recruitment of Assistant Engineers (A.E) Civil/ Electrical and
Assistant Administrative Officers (Specialist)-32nd Batch.
Life Insturance Corporation of India invites online applications for the following post.
Post: Assistant Engineer, Assistant Administrative Officer.
Total vacancy: 491. Assistant Engineer: 81, Assistant Administrative Officer: 410.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: 88,635/- to 1,69,025/-.
Last Date of Online Application: 8th September, 2025
…………………………………………
ভারতীয় জীবন বিমা নিগমে ৪৯১ অফিসার
ভারতীয় জীবন বিমা নিগম ‘অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (স্পেশালিস্ট)’ ও ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে ৪৯১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৮ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ ভারতের কোনো লাইফ ইন্সুরেন্স প্রতিষ্ঠানের ফেলোশিপ থাকতে হবে৷ অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪৫ শতাংশ) আইন বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ অ্যাডভোকেট হিসেবে বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান সিভিল/ ইলেকট্রিক্যাল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ার ফাইনাল পরীক্ষায় পাশ হতে এবং ওই সংস্থার অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে৷ অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ার মেম্বার হতে হবে৷ অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ অ্যাকচুয়ারিস অফ ইন্ডিয়া / ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিস, ইউকে থেকে পরিচালিত পরীক্ষার অন্ত ৬টি পেপার পাশ করে থাকতে হবে(শাখা অনুযায়ী বিভিন্ন)।
বয়স: শাখা অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: ৮৮,৬৩৫ টাকা থেকে ১,৬৯,০২৫ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে www.licindia.in ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৮৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রানজাকশন চার্জ ও জিএসটি অতিরিক্ত লাগবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://licindia.in/recruitment-of-aao-generalists/-specialists/-assistant-engineers-2025
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২৭ /৮ /২০২৫)।