Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

5 MT LAB TECHNICIANS IN JHARGRAM DISTRICT / ঝাড়গ্রামে এমটি ল্যাব টেকনিশিয়ান

Memo. No. : DH&FWS/JGM/2022/13

District Health & Family Welfare Samity, Jhargram will held a walk-in-interview to engagement for the following post.

Post: MT Lab Technician (RTPCR).

Total vacancy: 5

Eligibility:  H.S passed with physics, chemistry, mathematics / biology along with DMLT/BMLT/ B.Sc MLT.

Age:  40 years (as on 01/01/2022).

Salary:  17,000/-.

Date of Walk-in-Interview : 5th August, 2022 from 11 am to 2 pm.

…………………………

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ঝাড়গ্রাম ৫ জন ‘এমটি ল্যাব টেকনিশিয়ান (আরটিপিসিআর ল্যাব)’ নিয়োগ করবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ৪ আগস্ট, ২০২২ সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে এই ঠিকানায় – Office of the Chief Medical Officer of Health, Jhargram, Zilla Swasthya Bhawan, Jhargram District Hospital Ground৷

শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশের পর ৩ বছর বা ডিগ্রি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (২৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর), কম্পিউটার টেস্ট (২০ নম্বর), ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

আবেদন: দরখাস্ত কতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও মূল কপি ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে আসতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhealth.gov.in/pages/career

Get details: Click Here

 

Share it :