Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

5 POSTS ARE VACANT IN HOOGHLY SOCIAL WELFARE SECTION / হুগলি জেলায় ৫ কর্মী

Advt. No. 486/Sw-Hug

Online applications are invited from eligible female candidates for the following posts.

Post: Social Worker cum Early Childhood Educator, Nurse, Caretaker (Ayah).

Total vacancy: 5. Social Worker cum Early Childhood Educator: 1, Nurse: 1, Caretaker (Ayah): 3.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application :  9th August, 2022.

………………………..

হুগলি জেলার সমাজ কল্যাণ দপ্তরে কেয়ারটেকার (আয়া), নার্স, সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর পদে ৫ জন মহিলা কর্মী নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ প্রার্থীদের অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ আগস্ট, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কেয়ারটেকার (আয়া): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হোমের আবাসিকদের বেলায় অষ্টম শ্রেণি পাশ হলেই আবেদনের যোগ্য৷ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷  এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷

(২) নার্স: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হেলথ সেক্টর স্কিল কাউন্সিল অনুমোদিত ৩৬০ ঘণ্টার হোম হেলথ এইডস (কোর্স কোড Q5102) বা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (কোর্স কোড Q5101) কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে৷ নার্সিংয়ে ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷  এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷

(৩) সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি ভাষা ও বেসিক কম্পিউটার জানা আবশ্যক৷ উল্লিখিত বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ ও আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বিষয়ে জ্ঞান থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ২২ জুলাই, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৷  এককালীন বেতন: প্রতি মাসে ১৫,৪০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://hooghly.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে  নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://hooghly.nic.in/

Get details: Click Here

 

Share it :