Mumbai Port Authority is inviting applications for engagement of Apprentices.
Post: COPA Trade Apprentice
Total Vacancy: 50
Eligibility: Madhyamik & NCVT Trade Certificate
Age: 14-18 years
Training Period: 1 Year
Stipend: Rs. 7,700
Last Date of Online Application: 09/01/2023 till 5pm
……………..
মুম্বই পোর্ট অথরিটি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে ৫০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ দরখাস্ত করে পাঠাতে হবে ৯ জানুয়ারি, ২০২২ বিকাল ৫ টা-র মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৪ থেকে ১৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫০৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নির্দিষ্ট আইন অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১২ মাসের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৭,৭০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে www.apprenticeshipindia.org ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে অ্যাপ্রেন্টিস এনরোলমেন্ট / রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে৷ দরখাস্ত করতে হবে www.mumbaiport.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা এনইএফটি করতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে-Name of the beneficiary – The Board of Mumbai Port Authority Bank Account No. – 10996685430 Type of the Bank Account – Current A/c Name of the Bank – State Bank of India, Branch – Mumbai Main Branch, Horniman Circle, Mumbai Samachar Marg, Mumbai -400001 MICR Number – 400002010 IFSC Code No. – SBIN0000300৷ শারীরিক প্রতিবন্ধীদের দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত, ফি জমা দেওয়ার রসিদ ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে সরাসরি জমা করতে হবে বা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-Apprentice Training Centre (ATC), 3rd floor, Bhandar Bhavan, N. V. Nakhwa Marg, Mazgaon (East), Mumbai – 400010৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.mumbaiport.gov.in
Official Notification: Click Here