Ordnance Factory Khamaria is inviting applications for engagement of the following post.
Post: Machinist.
Total Vacancy: 50.
Eligibility: Ex-Apprentices of Machin_i_st Trade (NCTVT) who are trained .in any of Ordnance Factories of erstwhile Ordnance Factory Board & have experience/training in machining process for manufacturing, handling and safety protocol of military explosives and ammunitions.
Age: 18 to 35 years (as on 31/07/2025).
Last Date of Receipt of Application: 31st July, 2025
………………………………………………….
অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ৫০ মেশিনিস্ট
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডন্যান্স ফ্যাক্টরি খামরিয়া ৫০ জন ‘মেশিনিস্ট’ নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও চুক্তির মেয়াদ ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ জুলাই, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে মেশিনিস্ট ট্রেডে এনসিটিভিটি স্বীকৃত অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
বয়স: ৩১ জুলাই, ২০২৫ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে৷
আবেদন : দরখাস্ত পাঠাতে হবে https://munitionsindia.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ব-প্রত্যয়িত পাসপোর্ট মাপের ছবি নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে লাগাতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://munitionsindia.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)।