SSC Executive Branch – Information Technology (SHORT SERVICE COMMISSION)
Online applications are invited from unmarried male and female candidate to join Indian Navy.
Post: Sub Lieutenant.
Total vacancy: 50.
Eligibility: A candidate must have minimum 60% marks in English in class X or XII and must have qualified one of the undermentioned educational qualification with minimum 60% overall qualifying marks, in either or a combination of the following (No equivalent stream of BE/ B.Tech/other qualifications other than those mentioned below will be considered valid for selection process at any stage ):-
(a) MSc/ BE/ B Tech/ M Tech (Computer Science/ Computer Science & Engineering/ Computer Engineering / Information Technology/ Software Systems/ Cyber Security/ System Administration & Networking/ Computer Systems & Networking/ Data Analytics/ Artificial Intelligence), or (b) MCA with BCA/BSc (Computer Science/ Information Technology)
Age limit: Born between 02/07/1997 to 01/01/2003.
Pay Scale: as per Indian Navy standard.
Last Date of Online Application: 10th February, 2022.
………………………………………………………………………………………..
ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে সাব লেফটেন্যান্ট পদে ৫০ জন অবিবাহিত ছেলে ও মেয়ে নিয়োগ করা হবে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / সফটওয়্যার সিস্টেম / সাইবার সিকিউরিটি / সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং / কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেট ওয়ার্কিং / ডেটা অ্যানালিটিক্স / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে এম.এসসি / বি.ই / বি.টেক / এম.টেক পাশ হতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে বিসিএ / বি.এসসি পাশের পর এমসিএ পাশ হতে হবে৷ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ইংরেজি নিয়ে অন্তত ৬% নম্বর থাকতে হবে৷ ফাইনাল ইয়ারের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন তবে ফল বেরোনোর সময়ে নূন্যতম নম্বর না পেলে তাদের দরখাস্ত বাতিল করা হবে৷ ১ জুন, ২০১৯ এর পর এনসিসি সি সার্টিফিকেট থাকা প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে % ছাড় পাবেন৷ নিয়োগ হবে এসএসসি এক্সিকিউটিভ ব্রাঞ্চ (ইনফরমেশন টেকনোলজি) ক্যাডারে৷
শূন্যপদ: ৫০৷ বয়স: ২ জুলাই,১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে প্রার্থীর জন্ম তারিখ হওয়া চাই৷ শারীরিক মাপজোক হতে হবে লম্বায় অন্তত ১৫৭ সেমি৷ গোর্খা, নেপালি, অসমিয়া, গাড়োয়ালি, কুমায়ুনি ও উত্তরাখণ্ড, সিকিম ও উত্তর-পূর্ব রাজ্যের প্রার্থীদের জন্য উচ্চতায় ৫ সেমি ছাড় রয়েছে৷ আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপপুঞ্জ ও লাদাখ এলাকার উপজাতি প্রার্থীদের উচ্চতায় ২ সেমি ছাড় রয়েছে৷ উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকা চাই৷ দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় প্রতি চোখে ৬/৬,৬/৯, যা চশমা পরে ৬/৬, ৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য৷ বর্ণান্ধতা থাকলে চলবে না৷ বাছাই প্রার্থীদের এসএসবি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ এসএসবি ইন্টারভিউ দুটি ধাপে অনুষ্ঠিত হবে৷ যদি প্রথমবার এসএসবি ইন্টারভিউতে ডাক পেয়ে থাকেন তাহলে ফেরার সময় রেলের তৃতীয় শ্রেণীর এসি কামরার ভাড়া ফেরত পাবেন৷ ভাড়া ফেরত পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ব্যাঙ্কের পাসবুক বা চেক (নাম, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএস কোড স্পষ্ট থাকা চাই) সঙ্গে নিয়ে যাবেন৷ এসএসবি ইন্টারভিউতে সফল হলে ও মেডিক্যালে ফিট থাকলে কেরালার এঝিমালাতে অবস্থিত ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ৪ সপ্তাহের ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হবেন৷ ট্রেনিংয়ে সফল প্রার্থীদের প্রথমে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি হবে৷
আবেদন করার পদ্ধতি :www.joinindiannavy.gov.in -এর মাধ্যমে ১০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে৷ বৈধ ও চালু মোবাইল নম্বর সহ ই-মেল অ্যাড্রেস ফর্ম ফিলআপের সময় যথাযথ স্থানে দেবেন৷ কারণ প্রার্থীদের ই-মেল আইডি বা মোবাইল নম্বরে এসএসবি দ্বারা ইন্টারভিউ সম্পর্কিত তথ্য পাঠানো হবে৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, ডিগ্রি কোর্সের সকল সেমেস্টারের মার্কশিট, এনসিসি সার্টিফিকেট (যদি থাকে) ও সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি জেপিজি / টিফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন৷ স্ক্যান করা কোনো নথি যদি বোঝা না যায় তাহলে আবেদনপত্র বাতিল হবে৷ অনলাইন আবেদনপত্রের ১টি প্রিন্ট কপি নিয়ে নেবেন৷ এটি এসএসবি ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.joinindiannavy.gov.in/en
Get details: https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1642745553_596497.pdf