Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

500 ASISTANTSS IN ORIENTAL INSURANCE

Oriental Insurance Co. Ltd is inviting online applications for recruitment to the following post.

Post: Assitant.

Total vacancy: 500 (UR: 113, SC: 122, ST: 77, OBC: 173, EWS: 15).

Eligibility: Graduate.

Age limit: 21-30 years (as on 31/07/2025)

Pay scale:  Rs. 22,405 – Rs. 62,265

Application fee: Rs. 850 (Rs. 100 for SC/ ST / PwBD)

Last date of online application: 17th August, 2025

…………………………………………

ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সে ৫০০ অ্যাসিস্ট্যান্ট

রাষ্ট্রায়ত্ত সংস্থা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে ৫০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ৩১ জুলাই, ১৯৯৫ থেকে ৩১ জুলাই, ২০০৪ তারিখের মধ্যে)৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে৷ পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা বাংলা৷

আবেদন:  অনলাইনে আবেদন করতে হবে www.orientalinsurance.org.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি, প্রতিবন্ধী প্রার্থী  ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ব্যাঙ্ক ট্রানজাকশন চার্জ অতিরিক্ত৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://orientalinsurance.org.in/

Official Notification: Click Here

Apply link: Click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply