Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

500 ASSISTANT MANAGERS IN UNION BANK

Union Bank of India is inviting applications for recruitment to the following post.

Post: Assistant Manager

Total vacancy: 500

Eligibility: Graduate

Age limit: 22-30 years (as on 1/4/2025)

Pay scale:  Rs. 48480 – Rs. 85920

Application fee: Rs. 1180 (Rs. 177 for SC/ ST / PwBD)

Last date of online application: 20/05/2025

…………………………………………………………………………………….

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৫০০ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৫ অনুযায়ী ২২ থেকে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ মে, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ বা সিএ / সিএমএ (আইসিডব্লুএ) / সিএস পাশ বা ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশন-সহ ৬০ শতাংশ (তপশিলি সম্প্রদায়, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ৫৫ শতাংশ) নম্বর নিয়ে ২ বছরের ফুল টাইম এমবিএ / এমএমএস / পিজিডিএম / পিজিডিবিএম পাশ হতে হবে৷ অথবা  কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / আইটি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস / ডেটা সায়েন্স / মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / সাইবার সিকিউরিটি বিষয়ে ফুল টাইম বিই / বিটেক / এমসিএ / এমএসসি (আইটি) / এমএস / এমটেক / ৫ বছরের ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 আবেদন :  অনলাইনে আবেদন করতে হবে www.unionbankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  অনলাইনে জিএসটি-সহ দরখাস্ত ফি ১১৮০ টাকা (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৭ টাকা) জমা করতে হবে৷

Official Websitewww.unionbankofindia.co.in

Official Notification:  CLICK HERE

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৭/৫/২০২৫)

Share it :

Leave a Reply