Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

500 ASSISTANTS IN NICL

National Insurance Co. Ltd (NICL) is inviting applications for recruitment to the following posts.

Post: Assistant (Class-III)

Total vacancy: 500

Eligibility: Graduate

Age limit: 21-30 years (as on 1/10/2024)

Pay scale:  Rs.22405 – Rs. 62265

Application fee: Rs. 850 (Rs. 100 for SC/ ST / PwBD)

Last date of online application: 11/11/2024

ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে ৫০০ অ্যাসিস্ট্যান্ট

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট (ক্লাস-III) পদে ৫০০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে। স্থানীয় ভাষায় কথা বলা, লেখা ও পড়ায় দক্ষ হতে হবে।

বয়স: ১ অক্টোবর, ২০২৪ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ অক্টোবর,  ১৯৯৪ থেকে ১ অক্টোবর, ২০০৩ সালের মধ্যে৷

শূন্যপদ: ৫০০।

বেতনক্রম ও প্রবেশন: কমপক্ষে ৬ মাসের প্রবেশন পিরিয়ডে প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ সফলভাবে প্রবেশন পিরিয়ড শেষ করার পরে বেতনক্রম হবে ২২,৪০৫ টাকা থেকে ৬২,২৬৫ টাকা।

আবেদনের পদ্ধতি:  অনলাইনে আবেদন করতে হবে https://nationalinsurance.nic.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) জমা করতে হবে৷

Official Websitehttps://nationalinsurance.nic.co.in 

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।

 

Share it :