Advt. No: AX1/ST/RP/Officers in Scale II/Phase I/2025-26
Bank of Maharashtra is inviting online applications for recruitment to the following post.
Post: Generalist Officers (Scale 2).
Total vacancy: 500 (UR: 203, SC: 75, ST: 37, OBC: 135, EWS: 50).
Eligibility: Graduate/CA.
Age limit: 22 to 35 years (as on 31/07/2025)
Pay scale: Rs. 64,820/- – Rs. 93,960/-.
Last date of online application: 30th August, 2025.
Application fee: Rs. 1180 (Rs. 118 for SC/ ST / PwBD)
…………………………………………………
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৫০০ অফিসার
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ‘জেনারেলিস্ট অফিসার (স্কেল-II)’ পদে ৫০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (ওবিসি, তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে৷ সিএমএ / সিএফএ / আইসিডব্লুএ পাশ হলে ভালো হয়৷ বয়স: ৩১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২২ থেকে ৩৫ বছরের মধ্যে৷
আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে www.bankofmaharashtra.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://bankofmaharashtra.in/current-openings
Official Notification: Click Here
Apply link: Click here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২০/৮ /২০২৫)।