Advt. No. AX1/ST/RP/Generalist Officer Scale-II & III/Project III/2022-23
Bank of Maharashtra invites online applications for the following post.
Post: Generalist Officer.
Vacancy: 500. Generalist Officer scale-II 400, Generalist Officer scale-III 100.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 22nd February 2022.
……………………………………………………………………………………..
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র জেনারেলিস্ট অফিসার স্কেল-২ ও জেনারেলিস্ট অফিসার স্কেল-৩ পদে ৫০০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) জেনারেলিস্ট অফিসার স্কেল-২ : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/তঃউঃজাঃ/ওবিসি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ জেএআইআইবি/সিএআইআইবি পাশ হলে ভালো হয়৷ সিএ/সিএমএ/সিএফএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪০০ (জেনাঃ ১৬২, তঃজাঃ ৬০, তঃউঃজাঃ ৩০, ওবিসি ১০৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪০)৷ (২) জেনারেলিস্ট অফিসার স্কেল-৩ : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/তঃউঃজাঃ/ওবিসি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ জেএআইআইবি/সিএআইআইবি পাশ হলে ভালো হয়৷ সিএ/সিএমএ/সিএফএ পাশ প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ শিক্ষালাভের পর কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্কে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১০০ (জেনাঃ ৪১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷
উল্লিখিত দুটি পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.bankofmaharashtra.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মে এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন লিখিত পরীক্ষা হবে ১২ মার্চ, ২০২২ তারিখে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.bankofmaharashtra.in/
Get details: Click Here