Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

5008 CLERKS IN STATE BANK OF INDIA / স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫০০৮ ক্লার্ক

Advt. No. CRPD/CR/2022-23/15

Online applications are invited from eligible Indian Citizens for appointment as Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India.

Post: Junior Associate (Customer Support & Sales).

Total vacancy: 5008.

Eligibility:  Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by Central Government.

Age: 20 to 28 years (as on 01/08/2022).

Pay Scale: 17,900/- to 47,920/-.

Last Date of Online Application : 27th September, 2022.

…………………………….

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ক্যাডারে ‘জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সার্র্পেট অ্যান্ড সেলস)’ পদে দেশব্যাপী বিভিন্ন শাখায় মোট ৫,০০৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷ শিক্ষাগত  যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের শেষ বর্ষে যারা পড়ছেন তারাও আবেদন করতে পারবেন৷ তবে নির্বাচিত হলে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে গ্র্যাজুয়েশন পাশ করেছেন এই মর্মে পাশের প্রমানপত্র দাখিল করতে হবে৷ যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ পশ্চিবঙ্গের ভাষা বাংলা বা নেপালি৷ তাই এই দুটির যে কোনো একটি ভাষায় সাবলীল হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে (তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর, বিধবা / বিবাহ বিচ্ছিন্না / পুনর্বিবাহ না করা মহিলা প্রার্থীরা ৭ বছর বয়সের ছাড় পাবেন)৷ বেতনক্রম: মূল বেতন ১৭,৯০০ টাকা থেকে ৪৭,৯২০  টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

সার্কেল অনুযায়ী শূন্যপদ: (১) বেঙ্গল: মোট শূন্যপদ ৩৭৬৷ (ক) পশ্চিমবঙ্গ: শূন্যপদ ৩৪০ (জেনাঃ ১৩৬, তঃজাঃ ৭৮, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৭৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৪)৷ (খ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: শূন্যপদ ১০ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (গ) সিকিম: শূন্যপদ ২৬ (জেনাঃ ১২, তঃজাঃ ১,  তঃউঃজাঃ ৫, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ (২) ভুবনেশ্বর (ওড়িশা): মোট শূন্যপদ ১৭০৷ (৩) নর্থ ইস্টার্ন: (ক) আসাম: শূন্যপদ ২৫৮৷ (খ) অরুনাচল প্রদেশ: শূন্যপদ ১৫৷ (গ) মণিপুর: শূন্যপদ ২৮৷ (ঘ) মেঘালয়: শূন্যপদ ২৩৷ (ঙ) মিজোরাম: শূন্যপদ ১০৷ (চ) নাগাল্যান্ড: শূন্যপদ ১৫৷ (ছ) ত্রিপুরা: শূন্যপদ ১০৷ (৪) আমেদাবাদ: (ক) গুজরাট: ৩৫৩৷ (খ) দমন ও দিউ: ৪৷ (৫) বেঙ্গালুরু (কর্ণাটক): মোট শূন্যপদ ৩১৬৷ (৬) ভোপাল: (ক) মধ্যপ্রদেশ: শূন্যপদ ৩৮৯৷  (খ) ছত্তিশগড়: শূন্যপদ ৯২৷ (৭) চন্ডিগড়: (ক) জম্মু-কাশ্মীর: শূন্যপদ ৩৫৷ (খ) হরিয়ানা: শূন্যপদ ৫৷ (গ) হিমাচল প্রদেশ: শূন্যপদ ৫৫৷ (ঘ) পাঞ্জাব: শূন্যপদ ১৩০ ৷ (৮) চেন্নাই: (ক) তামিলনাড়ু: শূন্যপদ ৩৫৫৷ (খ) পন্ডিচেরি: শূন্যপদ ৭৷ (৯) দিল্লি:  (ক) দিল্লি: শূন্যপদ ৩২৷ (খ) উত্তরাখন্ড: শূন্যপদ ১২০৷  (১০) হায়দরাবাদ (তেলেঙ্গানা): মোট শূন্যপদ ২২৫৷ (১১) জয়পুর (রাজস্থান): মোট শূন্যপদ ২৮৪৷ (১২) কেরালা : (ক) কেরালা: ২৭০৷ (খ) লাক্ষাদ্বীপ: ৩৷ (১৩) লখনউ / দিল্লি (উত্তর প্রদেশ): মোট শূন্যপদ ৬৩১৷ (১৪) মহারাষ্ট্র / মুম্বাই মেট্রো (মহারাষ্ট্র): মোট শূন্যপদ ৭৪৭৷ (১৫) মহারাষ্ট্র (গোয়া): মোট শূন্যপদ ৫০৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদ কাগজে কালো কালিতে প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদ কাগজে কালো কালিতে প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে (৫০ থেকে ১০০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে – “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না) জমা দিতে হবে অনলাইনে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইনে প্রিলিমিনারি, মেইন পরীক্ষা ও স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে৷ প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা৷ ১ ঘন্টা সময়সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্র হবে এইসব বিষয়ে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২০ মিনিট), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর, ২০ মিনিট),রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর, ২০ মিনিট)৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর, ২০২২৷ প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইনে মেইন পরীক্ষা দিতে হবে৷ ২ ঘন্টা ৪০ মিনিটের ২০০ নম্বরের মেন পরীক্ষা হবে এইসব বিষয়ে- জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস- (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর, ৩৫ মিনিট), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর, ৩৫ মিনিট), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর, ৪৫ মিনিট), রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৫০টি প্রশ্ন, ৬০ নম্বর, ৪৫ মিনিট)৷ মেইন পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর, ২০২২৷ জেনারেল ইংলিশ ছাড়া প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজি এই দুটি ভাষাতেই হবে৷ অবজেক্টিভ টাইপ মেন পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে৷ প্রতিটি ভুলের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাওয়া নম্বর মেধা তালিকায় যোগ হবেনা৷ মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি হবে৷ নির্বাচিত জুনিয়র অ্যাসোসিয়েট প্রার্থীদের নূ্যনতম ৬ মাস প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷

প্রি এক্সাম ট্রেনিং: সরকারি নির্দেশিকা অনুযায়ী তপশিলি ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের জন্য প্রি এক্সাম ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে৷ পশ্চিমবঙ্গে – আসানসোল, দুর্গাপুর, বৃহত্তর কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, হাওড়া শহরে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷ উল্লেখিত সম্প্রদায়ের প্রার্থীদের অনলাইনে ফর্ম ফিলাপের সময় নির্দিষ্ট কলমে ট্রেনিং নিতে ইচ্ছুক কিনা তা উল্লেখ করতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: https://sbi.co.in/web/careers#lattest

Get details: Click Here

Share it :