Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

5018 NURSES IN WEST BENGAL

The West Bengal Health Recruitment Board invites online applications for the following post.

Post: Staff Nurse, Grade II.

Total vacancy: 5018.

Eligibility:  B.Sc Nursing / Post Basic B.Sc Nursing / GNM.

Age: 18 to 39 years.

Pay Scale: Rs.7,100/- Rs. 37,600/-.

Last Date of Online Application: from 13th August, 2025 10 am to 3rd September, 2025 till 2 pm.

……………………………………………….

রাজ্যে ৫০১৮ স্টাফ নার্স

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যে স্টাফ নার্স গ্রেড-II পদে ৫০১৮ জন জিএনএম-ফিমেল, বেসিক বিএসসি নার্সিং, জিএনএম-মেল, পোস্ট-বেসিক বিএসসি নিয়োগ করবে৷ এই সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম হবে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা, গ্রেড পে ৩৬০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৩ আগস্ট, ২০২৫ সকাল ১০টা থেকে ৩ সেপ্ঢেম্বর, ২০২৫ দুপুর ২টোর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জিএনএম-ফিমেল: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং ট্রেনিং সুকল থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে বাংলা/নেপালি ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ শূন্যপদ: ২০৯২ (জেনাঃ ৭৬৩, তঃজাঃ ৪৯০, তঃউঃজাঃ ১১৯, ওবিসি এ ২৫৫, ওবিসি বি ১২৭, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১৩৮, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮২)৷

(২) বেসিক বিএসসি নার্সিং: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত বেসিক বিএসসি (নার্সিং) কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে বাংলা/নেপালি ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ শূন্যপদ: ২৩৩০ (জেনাঃ ৪৩১, তঃজাঃ ৮৮৩, তঃউঃজাঃ ২৮৩, ওবিসি এ ৪২১, ওবিসি বি ১২৫, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ৭৪, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০৩)৷

(৩) জিএনএম-মেল: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং ট্রেনিং সুকল থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে এবং নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে বাংলা/নেপালি ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷  কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন৷ শূন্যপদ: ৩৪৪ (জেনাঃ ৮৫, তঃজাঃ ১৪৫, তঃউঃজাঃ ৪৬, ওবিসি এ ২০, ওবিসি বি ১৪, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১২, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০)৷

(৪) পোস্ট বেসিক বিএসসি: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত বেসিক বিএসসি (নার্সিং) কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে বাংলা/নেপালি ভাষায় লিখতে ও বলতে জানতে হবে৷ কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন৷ শূন্যপদ: ২৫২ (জেনাঃ ৯৬, তঃজাঃ ৭৩, তঃউঃজাঃ ২১, ওবিসি এ ৩৫, ওবিসি বি ১৬, জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ৪, তঃজাঃ শারীরিক প্রতিবন্ধী ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনেwww.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, সাদা কাগজে কালো/নীল কালিতে করা সই, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷  অনলাইনে দরখাস্ত ফি ২১০ টাকা জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দরখাস্ত ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.wbhrb.gov.in

Official Notification: Click Here

Share it :

Leave a Reply