Advt. No. 01/2022-FCI Category III
Food Corporation of India is inviting applications for the following post.
Post: Junior Engineer, Assitant Grade-III, Steno. Grade-II
Total Vacancy: 5043
Eligibility: BE/BTech/Graduate/Diploma in relevant subjects (Post-wise different).
Age limit: Post-wise different
Pay-scale: JE – Rs. 34000-103400, Steno Grade II – Rs. 30500-88100, AG Grade III – Rs. 28200- 79200.
Last Date of Online Application: 05/10/2022 till 4pm.
…………………………..
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার গ্রেড-II ও অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III পদে ৫,০৪৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ অক্টোবর, ২০২২ বিকেল ৪টে-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (ডিপো) (পোস্ট কোডG): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার চালানো জানতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ২৮৩ (জেনা: ১০৯, ত:জা: ৭০, ত:উ:জা: ২৯, ওবিসি ৪৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৯)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৩টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪৮টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ১০৬৩৷ দক্ষিণাঞ্চল: ৪৩৫৷ পশ্চিমাঞ্চল: ২৫৮৷ উত্তর-পূর্বাঞ্চল: ১২৷ বেতনক্রম: ২৮,২০০ টাকা থেকে ৭৯,২০০ টাকা৷
(২) অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (টেকনিক্যাল) (পোস্ট কোডF): বিএসসি এগ্রিকালচার পাশ হতে হবে বা বটানি / জুলজি / বায়োটেকনোলজি / বায়োকেমিস্ট্রি / মাইক্রোবায়োলজি / ফুড সায়েন্সে বিএসসি পাশ হতে হবে অথবা ফুড সায়েন্স / ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি / এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / বায়োটেকনোলজিতে বি.ই / বি.টেক পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার চালানো জানতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ১৯৪ (জেনা: ৮৭, ত: জা: ১৫, ত: উ: জা: ১৩, ওবিসি ৬২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৭)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৭টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫০টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ৬১১৷ দক্ষিণাঞ্চল: ২৫৭৷ পশ্চিমাঞ্চল: ২৯৬৷ উত্তর-পূর্বাঞ্চল: ৪৮৷ বেতনক্রম: ২৮,২০০ টাকা থেকে ৭৯,২০০ টাকা৷
(৩) অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (জেনারেল) (পোস্ট কোডD): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার চালানো জানতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ১৮৫ (জেনা: ৮০, ত:জা: ৩৮, ত:উ:জা: ১৯, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৯)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৭টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৪২টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ৪৬৩৷ দক্ষিণাঞ্চল: ১৫৫৷ পশ্চিমাঞ্চল: ৯২৷ উত্তর-পূর্বাঞ্চল: ৫৩৷ বেতনক্রম: ২৮,২০০ টাকা থেকে ৭৯,২০০ টাকা৷
(৪) অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (অ্যাকাউন্টস) (পোস্ট কোডE): বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার চালানো জানতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ৭২ (জেনা: ২৮, ত:জা: ১২, ত:উ:জা: ৭, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১২টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ১৪২৷ দক্ষিণাঞ্চল: ১০৭৷ পশ্চিমাঞ্চল: ৪৫৷ উত্তর-পূর্বাঞ্চল: ৪০৷ বেতনক্রম: ২৮,২০০ টাকা থেকে ৭৯,২০০ টাকা৷
(৫) অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (হিন্দি) (পোস্ট কোডH): হিন্দি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে ও ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতে হবে, সঙ্গে ইংরেজি থেকে হিন্দি ও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের কাজে ১ বছরের সার্টিফিকেট / ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ১৭ (জেনা: ৯, ত:জা: ৪, ত:উ:জা: ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ৩৬৷ দক্ষিণাঞ্চল: ২২৷ পশ্চিমাঞ্চল: ৬৷ উত্তর-পূর্বাঞ্চল: ১২৷ বেতনক্রম: ২৮,২০০ টাকা থেকে ৭৯,২০০ টাকা৷
(৬) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং) (পোস্ট কোডA): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ১ বছরের অভিজ্ঞতা-সহ ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ৭ (ত:জা: ৩, ত:উ:জা: ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ২২৷ দক্ষিণাঞ্চল: ৫৷ পশ্চিমাঞ্চল: ৫৷ উত্তর-পূর্বাঞ্চল: ৯৷ বেতনক্রম: ৩৪,০০০ টাকা থেকে ১,০৩,৪০০ টাকা৷
(৬) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) (পোস্ট কোডB): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ১ বছরের অভিজ্ঞতা-সহ ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ২ (অসংরক্ষিত)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ৮৷ পশ্চিমাঞ্চল: ২৷ উত্তর-পূর্বাঞ্চল: ৩৷ বেতনক্রম: ৩৪,০০০ টাকা থেকে ১,০৩,৪০০ টাকা৷
(৭) স্টেনোগ্রাফার গ্রেড-II (পোস্ট কোডC): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং প্রতি মিনিটে ইংরাজিতে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে ও শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: পূর্বাঞ্চল: ৮ (অসংরক্ষিত)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ উত্তরাঞ্চল: ২২৷ দক্ষিণাঞ্চল: ৫৷ পশ্চিমাঞ্চল: ৫৷ উত্তর-পূর্বাঞ্চল: ৯৷ বেতনক্রম: ৩০,৫০০ টাকা থেকে ৮৮,১০০ টাকা৷
উল্লিখিত সমস্ত পদে তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ের বেলায় ১৫ বছর ও ওবিসি প্রার্থীদের বেলায় ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা ৩৫ বছর বয়স (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৪০ বছর ও ওবিসি প্রার্থীদের বেলায় ৩৮ বছর) পর্যন্ত আবেদন করতে পারবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.fci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কলো কালিতে প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে লেখা “I,_______(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required” বয়ানটি (১০ সেমি× ৫ সেমি, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে৷ ১০০ নম্বরের ১ ঘন্টা সময়সীমার ফেজ-I পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্নপত্রে এইসব বিষয়ে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট), রিজনিং এবিলিটি (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট), নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট), জেনারেল স্টাডিজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ১৫ মিনিট)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র- বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ ফেজ-II পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III (জেনারেল ও ডিপো), স্টেনোগ্রাফার গ্রেড-III পদের ক্ষেত্রে একটি পেপারের পরীক্ষা দিতে হবে৷ অন্যান্য পদের ক্ষেত্রে দুটি পেপারের পরীক্ষা দিতে হবে৷ পেপার-I-এ ৯০ মিনিট সময়সীমায় ১২০টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ২০ মিনিট), রিজনিং এবিলিটি (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ২০ মিনিট), নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর, ২০ মিনিট), জেনারেল স্টাডিজ (৪৫টি প্রশ্ন, ৪৫ নম্বর, ৩০ মিনিট)৷ পেপার-II-তে ৬০ মিনিট সময়সীমায় ৬০টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট শাখার বিষয় থেকে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র- বৃহত্তর কলকাতা৷ পেপার-III-তে ১২০ মিনিট সময়সীমায় ১২০টি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- জেনারেল ইংলিশ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২৫ মিনিট), জেনারেল অ্যাওয়ারনেস (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২০ মিনিট), জেনারেল ইন্টেলিজেন্স (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২৫ মিনিট), কম্পিউটার অ্যাওয়ারনেস (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২০ মিনিট)৷ এরপর হবে স্কিল টেস্ট, সবশেষে হবে নথিপত্র যাচাই৷ অনলাইন লিখিত পরীক্ষা হতে পারে ২০২৩ সালের জানুয়ারি মাসে৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার ১০ দিন আগে থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.fci.gov.in
Official Notification: Click Here
Apply Online: Click Here