Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

51 MANAGEMENT TRAINEES IN SAIL / সেইলে ৫১ ম্যানেজমেন্ট ট্রেনি

Advt. No.  PER/REC/C-96(MTA)

Online applications are invited for the following posts in Steel Authority of India Limited.

Post: Management Trainee (Administration).

Total vacancy: 51 (UR: 23, SC: 7, ST: 3, OBC-NCL 13, EWS: 5)

Eligibility:  discipline wise different.

Age: 18 to 28 years (as on 18/12/2022).

Pay Scale: 60,000/- to 1,80,000/-. The candidates get 50,000/- per month during 1 year training period.

Last Date of Submit Application : 18th December, 2022 till 5 pm.

 

………………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সারা ভারতে স্টিল প্লান্ট / ইউনিট ও মাইনসে ৫১ জন ‘ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাডমিনিস্ট্রেশন)’ নিয়োগ করবে৷ বয়স: ১৮ ডিসেম্বর, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে ৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: এইচআর শাখা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং হিউম্যান রিসোর্স / পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের এমবিএ / পিজি ডিপ্লোমা বা হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ মেটিরিয়ালস ম্যানেজমেন্ট শাখা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং প্রোডাকশন / অপারেশন / মেটিরিয়াল / লজিস্টিক / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের এমবিএ / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফিন্যান্স শাখা: সিএ / সিএমএ পাশ হতে হবে৷

শূন্যপদ: ৫১ (জেনাঃ ২৩, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷

বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১ বছরের৷ ১ বছরের ট্রেনিং শেষে সফল প্রার্থীদের আরো ১ বছরের প্রবেশন দেওয়া হবে৷ ট্রেনিং চলাকালীন বেতনক্রম হবে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷ সফলভাবে ট্রেনিং শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ই-১ গ্রেডে নিয়োগের পর বেতনক্রম হবে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, নথিপত্র যাচাইয়ের সময়ে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.sail.co.in/en/home

Get details: Click Here

Share it :