Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

51 STAFFS VACANCY IN MURSHIDABAD DISTRICT / মুর্শিদাবাদ জেলায় ৫১ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

Memo. No. CM-M80/8208

Online applications are invited for the following posts in Murshidabad district.

Post: Staff Nurse, Medical Officer, Community Health Assistant, Counsellor, Specialist Medical Officer.

Total vacancy: 51.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Salary: post wise different.

Last Date of Online Application: 9th December, 2022.

 

 

……………………………………………………………………….

মুর্শিদাবাদ জেলার স্বাস্থ দপ্তরে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কাউন্সেলর, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে  ৫১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে চুক্তির মেয়াদ আরো বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার: (১) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত এএনএম পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৩) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(খ) আরবান পলিক্লিনিক: (১) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে৷ ইন্ডিয়ান / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(২) কাউন্সেলর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লিখিত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷

(৩) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন): এমডি (মেডিসিন) পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৪) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক্স): এমডি (পেডিয়াট্রিক্স) পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৫) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (জি্যান্ডও): এমডি (জি্যান্ডও) পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৬) স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার (অপথ্যালমোলজিস্ট): এমডি (অপথ্যালমোলজিস্ট) পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.wbhealth.gov.in ওয়েবসাইটেরOnline Recruitment লিঙ্কে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে ৭ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ দরখাস্ত ৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই দু’টি ওয়েবসাইট www.wbhealth.gov.in, www.murshidabad.gov.in৷

Official website: https://murshidabad.gov.in/notice_category/recruitment/

Get details: Click Here

Share it :