ADVT. NO. 01/2025
The Institute of Company Secretaries of India (ICSI) invites online applications for the various post.
Post: various.
Total Vacancy: 52.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 2nd June, 2025.
………………………………………………………..
কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ায় ৫২ নিয়োগ
দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়া জয়েন্ট ডিরেক্টর, ইনফরমেশন সেক্রেটারি অফিসার, ডেপুটি ডিরেক্টর, আইটি সিকিউরিটি ম্যানেজার, এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিন, রিসার্চ অ্যাসোসিয়েট, অ্যাকাউন্ট্যান্ট পদে ৫২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ জুন, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতাঃ বি.কম পাশের পর এসিএস / এসিএ / এসিএমএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ইকোনমিক্স / কমার্স / ম্যানেজমেন্ট / ল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে অথবা প্রথম বা দ্বিতীয় ডিভিশনে কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স বিষয়ে বি.টেক বা এমসিএ পাশ হতে হবে৷ সিআইএসএসপি / সিআইএসএ / সিআইএসএম / পিএমপি সার্টিফিকেট থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মাস কমিউনিকেশন / অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে মাস কমিউনিকেশন / অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা প্রথম বা দ্বিতীয় ডিভিশনে কম্পিউটার সায়েন্স / আইটি / ইলেকট্রনিক্স বিষয়ে বি.টেক বা এমসিএ পাশ হতে হবে৷ সিইএইচ / ইসিএসএ / ওএসসিপি অ্যান্ড সিসিএনএ / সিসিএনপি / এমসিএসই / আরএইচইএল সার্টিফিকেট থাকা আবশ্যক৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ল বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মার্কেটিংয়ে স্পেশালাইজেশন নিয়ে এমবিএ / পিজিডিবিএম পাশ হতে হবে৷ অথবা বি.কম পাশ হতে হবে৷ আইসিএসআই / আইসিএআই / আইসিএআই (কস্ট) এর মেম্বার হতে হবে অথবা ফিন্যান্সে স্পেশালাইজেশন নিয়ে ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://stimulate.icsi.edu/RECRUITMENT/Applicant/LoginUser লিঙ্কের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট https://stimulate.icsi.edu/RECRUITMENT/IndexHome/IndexHome৷
Official Website: https://stimulate.icsi.edu/RECRUITMENT/IndexHome/IndexHome
Official Notification: CLICK HERE
Apply link: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২১/৫/২০২৫)।





