Advt No. ISRO:ICRB:02(A-JPA):2022
Indian Space Research Organization is inviting applications for the following post.
Post: Assistant, Jr. Personal Assistant, Upper Division Clerk, Stenographer.
Total vacancy: 526
Eligibility: Graduate, Diploma (post-wise different)
Age-limit: 28 years as on 9/1/2023
Salary: post-wise different.
Application fee: Rs. 100 (Women/SC/ST/PWD/ESM candidates are exempted)
Last Date of Online Application: 9/1/2023
……………………………..
কেন্দ্রীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে ৫২৬ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৯ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে৷ ন্যূনতম মূল বেতন প্রতি মাসে ২৫,৫০০ টাকা৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৯ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৩৩৯৷ বেঙ্গালুরু- ১২৫ (জেনাঃ ৫১, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ৬, ওবিসি ৩২, আর্থিকভাবে অনগ্রসর ১৫), তিরুবনন্তপুরম- ৮৩ (জেনাঃ ৪০, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ৮), শ্রীহরিকোটা- ৫৪ (জেনাঃ ২৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৫), হায়দরাবাদ- ৩৫ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৩), আহমেদাবাদ- ২৬ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ২), হাসন- ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(২) জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট বা কমার্শিয়াল / সেক্রেটারিয়াল প্র্যাকটিস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৬০টি ইংরেজি শব্দ তোলার গতি থাকতে হবে, সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ১৫৩৷ বেঙ্গালুরু- ৬০ (জেনাঃ ২৯, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৪, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৫), তিরুবনন্তপুরম- ৪৫ (জেনাঃ ২৩, তঃজাঃ ৫, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৫), শ্রীহরিকোটা- ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২), হায়দরাবাদ- ১৬ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ২), আহমেদাবাদ- ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ১), হাসন- ১ (অসংরক্ষিত)৷
(৩) আপার ডিভিশন ক্লার্ক: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ১৬৷ বেঙ্গালুরু- ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৪) স্টেনোগ্রাফার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট বা কমার্শিয়াল / সেক্রেটারিয়াল প্র্যাকটিস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৬০টি ইংরেজি শব্দ লেখার গতি থাকতে হবে, সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: বেঙ্গালুরু- ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷
(৫) অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৩৷ হায়দরাবাদ- ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১), তিরুবনন্তপুরম- ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে মহাকাশ দফতরের অধীনস্থ স্বশাসিত সংস্থায়৷
(৬) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট বা কমার্শিয়াল / সেক্রেটারিয়াল প্র্যাকটিস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৬০টি ইংরেজি শব্দ তোলার গতি থাকতে হবে, সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: হায়দরাবাদ- ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ হবে মহাকাশ দফতরের অধীনস্থ স্বশাসিত সংস্থায়৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার আগে www.ncs.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে www.isro.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে ১১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে জমা করতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটার লিটারেসি টেস্টের মাধ্যমে৷ অন্যান্য পদের বেলায় প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার লিটারেসি টেস্ট ও স্টেনোগ্রাফি টেস্টের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের লিখিত পরীক্ষাকেন্দ্র- কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.isro.gov.in
Official Notification: Click Here