Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

527 APPRENTICES IN IOCL/ ইন্ডিয়ান অয়েলে ৫২৭ অ্যাপ্রেন্টিস

Advt. no. IOCL/MKTG/ER/APPR/2021-22/1

Indian Oil Corporation Limited invites online applications for the following posts at their marketing division, Eastern Regional Office.

Post: Trade Apprentice & Technician Apprentice.

Total vacancy: 527.

Eligibility: post wise different.

Age limit: 18 t0 24 years as on 31/10/2021.

Stipend:  As per Government rules.

Last Date of Online Application: 4 December, 2021 till 5 pm

…………………………………………………………

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তাদের পূর্বাঞ্চল দপ্তরের মার্কেটিং বিভাগে ৫২৭ জন‘ট্রেড অ্যাপ্রেন্টিস’  ও ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস’  নিয়োগ করবে৷ বয়স: ৩১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ ডিসেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেড অ্যাপ্রেন্টিস – ফিটার: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশের পর এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷

(২) ট্রেড অ্যাপ্রেন্টিস – ইলেক্ট্রিশিয়ান: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশের পর এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷

(৩) ট্রেড অ্যাপ্রেন্টিস – ইলেক্ট্রনিক মেকানিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশের পর এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷

(৪) ট্রেড অ্যাপ্রেন্টিস – ইনস্ট্রুমেন্ট মেকানিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশের পর এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷

(৫) ট্রেড অ্যাপ্রেন্টিস – মেশিনিস্ট: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশের পর এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷

(৬) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকেকমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা  পাশ হতে হবে৷

(৭) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইলেক্ট্রিক্যাল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমাপাশ হতে হবে৷

(৮) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইনস্ট্রুমেন্টেশন: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা  পাশ হতে হবে৷

(৯) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – সিভিল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা  পাশ হতে হবে৷

(১০) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা  পাশ হতে হবে৷

(১১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – ইলেক্ট্রনিক্স: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা  পাশ হতে হবে৷

(১২) ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাকাউন্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৪৫% নম্বর) যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷

(১৩) ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস): কোনো স্বীকৃত বোর্ড থেকে  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷

(১৪) ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার): কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ‘ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’-এর স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷

(১৫) ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার): কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷

(১৬) ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার): কোনো স্বীকৃত বোর্ড থেকে  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে ‘রিটেল ট্রেনি অ্যাসোসিয়েট’-এর স্কিল সার্টিফিকেট থাকতে হবে৷

রাজ্য ও ট্রেড / ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: (ক) পশ্চিমবঙ্গ: ট্রেড অ্যাপ্রেন্টিস – ফিটার,  ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট – ৯০ (জেনাঃ ৩৮, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স – ১৩৮ (জেনাঃ ৫৮, তঃজাঃ ৩১, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ৩০, আর্থিকভাবে অনগ্রসর ১৩)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) – ২ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) – ২ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার) – ২ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)  – ২ (অসংরক্ষিত)৷

(খ) বিহার: ট্রেড অ্যাপ্রেন্টিস – ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট – ২২ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স – ৪০ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) – ২ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার) – ২ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)  – ১ (অসংরক্ষিত)৷

(গ) ওডিশা: ট্রেড অ্যাপ্রেন্টিস – ফিটার,  ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট – ৩০ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স – ৩৫ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)  – ১ (অসংরক্ষিত)৷

(ঘ) ঝাড়খণ্ড: ট্রেড অ্যাপ্রেন্টিস – ফিটার,  ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট – ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স – ১৭ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)  – ১ (অসংরক্ষিত)৷

(ঙ) অসম: ট্রেড অ্যাপ্রেন্টিস – ফিটার,  ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট – ৪৩ (জেনাঃ ২০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস – মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স – ৭২ (জেনাঃ ৩৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (ফ্রেশার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর (স্কিলড সার্টিফিকেট হোল্ডার) – ১ (অসংরক্ষিত)৷ ট্রেড অ্যাপ্রেন্টিস – রিটেল সেলস অ্যাসোসিয়েট (স্কিলড সার্টিফিকেট হোল্ডার)  – ১ (অসংরক্ষিত)৷

এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, অসম রাজ্যে ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্যপদ-২১ (শারীরিক প্রতিবন্ধী)৷

ট্রেনিং ও স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) ট্রেডের ট্রেনিং হবে ১৫ মাসের ও রিটেল সেল অ্যাসোসিয়েট (ফ্রেশার অ্যাপ্রেন্টিস) ট্রেডের ট্রেনিং হবে ১৪ মাসের৷ ট্রেনিং চলাকালীন সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷

উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থী, ৩১ অক্টোবর ২০২১ তারিখ অনুযায়ী যাদের পাশ করার পর ৩ বছর পেরিয়ে গেছে এবং আগে যাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া হয়ে গেছে বা বর্তমানে ট্রেনিং চলছে সেইসব প্রার্থীরা আবেদন করতে পারবেন না৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদেরhttps://apprenticeshipindia.org  ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের প্রার্থীদেরhttps://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নেবেন৷ নাম নথিভুক্ত করার পর দরখাস্ত করতে হবে অনলাইনেwww.iocl.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা সই (৫০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলি পিডিএফ / জেপিজি ফরম্যাটে (১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে – বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট বা শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ইডব্লুএস / কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)৷  নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, নথিপত্র যাচাইয়ের সময়ে এর প্রয়োজন হবে৷ ১ জন প্রার্থী যেকোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন, একাধিক দরখাস্ত করলে তা বাতিল করা হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ ৯০ মিনিট সময়সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ৯ ডিসেম্বর থেকে৷ লিখিত পরীক্ষা হবে এইসব কেন্দ্রে – কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি ও গুয়াহাটি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://iocl.com/

Get detailshttps://iocl.com/admin/img/Apprenticeships/Files/7c725bf13e1c40048d8491fafee43fc0.pdf

Share it :