Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

54 APPRENTICES IN DRDO-CABS / প্রতিরক্ষা সংস্থায় ৫৪ অ্যাপ্রেন্টিস

Advt. No. CABS/Admin/F/6177/Apprentices-I/2022-23

Centre for Airborne Systems, under Defence Research and Development Organisation (DRDO), is inviting applications for following posts. 

Post: Graduate Apprentice Trainee & Technician Apprentice Trainee.

Total Vacancy: 54

Eligibility: Degree/Diploma in relevant Engineering discipline

Training Period: 1 year

Stipend: Graduate Apprentice Trainee- Rs. 9000 & Technician Apprentice Trainee- Rs. 8000.

Last Date of Online Application: 29th July, 2022

…………………………..

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেমস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে ৫৪ জন নিয়োগ করবে৷ ১৪ মার্চ ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি  প্রার্থীরা  ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৯ জুলাই, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৭৷ (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৯, (২) ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং- ১, (৩) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৮, (৪) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং- ৯৷

(খ) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি: ২০১৯/২০২০/২০২১ সালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ স্যাণ্ডউইচ কোর্সে পাঠরত প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি শাখায় ডিপ্লোমা পাশের সুযোগ থাকলেও আবেদনের যোগ্য৷

শূন্যপদ: ২৭৷ (১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স)- ১, (২) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং- ৯, (৩) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৮, (৪) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৯৷

নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে৷

ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে৷ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি প্রতি মাসে ৯,০০০ টাকা ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷

আবেদন করার পদ্ধতি: www.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবে www.drdo.gov.in বা rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা / লিখিত পরীক্ষা / ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.drdo.gov.in, rac.gov.in

Official Notification: click here

Registration: click here

Share it :