Central Industrial Security Force invites applications from eligible male & female candidates for the following post.
Post: Head Constable (Ministerial), Assistant Sub-Inspector (Stenographer).
Total Vacancy: 540. Head Constable (Ministerial)- 418, Assistant Sub-Inspector (Stenographer)- 122.
Eligibility: 12th pass
Age Limit: 18 to 25 years as on 25/10/2022
Pay Level: Post-wise different
Last Date of Online Application: 25/10/2022 upto 5pm
…………………………..
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল) ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদে ৫৪০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৫ অক্টোবর, ২০২২-এর হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ সেপ্টেম্বর, ২০২২ থেকে ২৫ অক্টোবর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) হেড কনস্টেবল (মিনিস্টারিয়াল): উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ লেখার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৪১৮৷ (১) পুরুষ: ৩১৯ (জেনাঃ ১৩২, তঃজাঃ ৪৭, তঃউঃজাঃ ২৩, ওবিসি ৮৬, আর্থিকভাবে অনগ্রসর ৩১)৷ (২) মহিলা: ৩৬ (জেনাঃ ১৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (৩) বিভাগীয়: ৬৩ (জেনাঃ ৩৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর – ৫)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(খ) অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার): উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে, সঙ্গে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিকটেশন নেওয়ার ও ৫০ মিনিট সময়সীমায় ইংরাজিতে বা ৬৫ মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপ্ট করার সক্ষমতা থাকতে হবে৷ শূন্যপদ: ১২২৷ (১) পুরুষ: ৯৪ (জেনাঃ ৪০, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৫, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ (২) মহিলা: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৩) বিভাগীয়: ১৮ (জেনাঃ ১১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা ও অন্যান্য ভাতা৷
শারীরিক মাপজোক: পুরুষদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি ও ছাতির মাপ হতে হবে ৭৭ সেমি থেকে ৮২ সেমি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম)৷ মহিলাদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি৷ তপশিলি উপজাতির প্রার্থীদের এবং গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, জম্মু ও লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় পুরুষদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২.৫ সেমি ও মহিলাদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫০ সেমি৷ তপশিলি উপজাতির প্রার্থীদের পুরুষদের ছাতির মাপ হতে হবে ৭৬ সেমি থেকে ৮১ সেমি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম)৷ চশমা ছাড়া নিকটের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে এন৬ ও খারাপ চোখে এন৯ এবং চশমা ছাড়া দূরের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/৯৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.cisfrectt.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি× ৪.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও ৪ সেমি× ২ সেমি মাপের সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ আনুষঙ্গিক নথিপত্র পিডিএফ ফরম্যাটে (১ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও প্রাক্তণ সমরকর্মী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শারীরিক মাপজোকের পরীক্ষা, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.cisfrectt.in
Official Notification: Click Here