ADVERTISEMENT NO: CRPD/PO/2025-26/04)
State Bank of India invites online application from eligible Indian citizens for appointment as Probationary Officers.
Post: Probationary Officers.
Total Vacancy: 541 (UR: 203, SC: 80, ST: 73, OBC: 135, EWS: 50).
Eligibility: Graduate.
Age limit: 21 to 30 years (as on 01/04/2025).
Application Fee: 750/-.
Last Date of Online Application: 14th July, 2025.
…………………………………………………..
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫৪১ প্রবেশনারি অফিসার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ৫৪১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ জুলাই, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ফাইনাল ইয়ার / সেমিস্টারের ছাত্রছাত্রীরাও দরখাস্ত করতে পারবেন৷ তবে সেক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে প্রাপ্ত গ্র্যাজুয়েশনের রেজাল্ট ইন্টারভিউয়ের সময়ে দেখাতে হবে৷ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বা তার মধ্যে ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সার্টিফিকেট পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন৷
বয়স: ১ এপ্রিল, ২০২৫ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷ চাকরির শুরুতে মূল বেতন হবে প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
Official Website: https://sbi.co.in/
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২/৭ /২০২৫)।