Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

547 POSTS ARE VACANT IN DELHI SUB ORDINATE SERVICE SELECTION BOARD / দিল্লি সাব-অর্ডিনেটে ৫৪৭

Advt. No. 07/22

Online applications are invited from eligible candidates for the following posts.

Post: Manager (Accounts), Deputy Manager (Accounts), Junior Labour Welfare Inspector, Assistant Store Keeper, Store Attendant, Accountant, Tailor Master, Publication Assistant, Trained Graduate Teacher (Special Education Teacher), PGT Music (Male), PGT (Fine Arts/Painting) (Male), PGT Urdu (Male), PGT Urdu (Female), PGT Horticulture, t PGT Psychology (Male), PGT Psychology (Female), PGT Computer Science (Male), PGT Computer Science (Female), PGT Punjabi (Female), PGT Sanskrit (Female), PGT English (Male), PGT English (Female), Educational and Vocational Guidance Counsellor (EVGC) (Male), Educational and Vocational Guidance Counsellor (EVGC) (Female).

Total vacancy: 547.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application :  27th August, 2022.

 …………………………………

দিল্লি সাব-অর্ডিনট সার্ভিস সিলেকশন বোর্ড ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, জুনিয়র লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, স্টোর অ্যাটেন্ড্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, টেলর মাস্টার, পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে ৫৪৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার- স্পেশাল এডুকেশন টিচার (পোস্ট কোড ২১/২২) : গ্র্যাজুয়েট সঙ্গে বি.এড (স্পেশাল এডুকেশন) পাশ অথবা বি.এড সঙ্গে স্পেশাল এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা পাশ অথবা স্পেশাল এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা পাশ হতে হবে৷ সিবিএসই পরিচালিত সি-টেট পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ:  ৩৬৪ (জেনাঃ ১৩১, তঃজাঃ ৭৫, তঃউঃজাঃ ৩২, ওবিসি ৯০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৬)৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷

(২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- কম্পিউটার সায়েন্স (পোস্ট কোড ৩০/২২) : কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পিজি ডিপ্লোমা পাশ বা ডোয়েক থেকে বি / সি লেভেলের কোর্স করে থাকতে হবে অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এমসিএ পাশের পর শিক্ষকতার কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৩) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- সংস্কৃত (পোস্ট কোড ৩২/২২) : সংস্কৃত বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা সংস্কৃত বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ২১ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৪) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- ইংলিশ (পোস্ট কোড ৩৩/২২) : ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা ইংরেজি বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৫) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- ইংলিশ (পোস্ট কোড ৩৪/২২) : ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা ইংরেজি বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৬) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- মিউজিক (পোস্ট কোড ২২/২২) : এম.এ (মিউজিক) / এম. মিউজিক পাশ অথবা বোম্বের অল ইন্ডিয়া গান্ধর্ব মহাবিদ্যালয় মণ্ডল থেকে ৮ বছরের সঙ্গীত অলঙ্কার (এম.মিউজিক) পাশ অথবা খেরাগড়ের ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে ৮ বছরের সঙ্গীত কোবিদ (এম.মিউজিক) পাশ অথবা লক্ষ্নৌয়ের ভাটখাণ্ডে সঙ্গীত বিদ্যাপীঠ থেকে ৭ বছরের সঙ্গীত নিপুন (এম.মিউজিক) পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ:  ১ (অসংরক্ষিত), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৭) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- ফাইন আর্টস / পেইন্টিং (পোস্ট কোড ২৩/২২) : ফাইন আর্টে ব্যাচেলর ডিগ্রি পাশ অথবা উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ফাইন আর্ট / পেইন্টিং / ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে ৫ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে অথবা ড্রয়িং অ্যান্ড পেইন্টিং নিয়ে গ্র্যাজুয়েট সঙ্গে ৪ বছরের ডিপ্লোমা পাশ অথবা ফাইন আর্ট / ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে মাস্টার ডিগ্রি ও ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ:  ১ (তঃজাঃ), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৮) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- উর্দু (পোস্ট কোড ২৪/২২) : উর্দু বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা উর্দু বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ:  ৩ (অসংরক্ষিত), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৯) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- উর্দু (পোস্ট কোড ২৫/২২) : উর্দু বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা উর্দু বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ:  ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১০) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- হর্টিকালচার (পোস্ট কোড ২৬/২২) : হর্টিকালচার বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা হর্টিকালচার বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- সাইকোলজি (পোস্ট কোড ২৭/২২) : সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা সাইকোলজি বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- সাইকোলজি (পোস্ট কোড ২৮/২২) : সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা সাইকোলজি বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১৩) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- কম্পিউটার সায়েন্স (পোস্ট কোড ২৯/২২) : কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পিজি ডিপ্লোমা পাশ বা ডোয়েক থেকে বি / সি লেভেলের কোর্স করে থাকতে হবে অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এমসিএ পাশের পর শিক্ষকতার কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে এম.ই / এম.টেক পাশ হতে হবে৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ৭ (তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩, ওবিসি ১), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১৪) পোস্ট গ্র্যাজুয়েট টিচার- পঞ্জাবি (পোস্ট কোড ৩১/২২) : পঞ্জাবি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশনে ডিগ্রি / ডিপ্লোমা পাশ অথবা পঞ্জাবি বিষয়ে পিএইচ.ডি পাশ হতে হবে৷ শিক্ষকতার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩৬ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১৫) এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স কাউন্সেলর (পোস্ট কোড ৩৬/২২) : সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ৩৫ (জেনাঃ ২৪, তঃউঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১৬) এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স কাউন্সেলর (পোস্ট কোড ৩৫/২২) : সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশন দপ্তরে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১১), শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ বয়স : ৩০ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(১৭) টেলর মাস্টার (পোস্ট কোড ১৯/২২) : অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ টেলারিংয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ নিয়োগ হবে দিল্লি জেলে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(১৮) স্টোর অ্যাটেন্ড্যান্ট (পোস্ট কোড ১৭/২২) : ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে৷ মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

(১৯) পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড ২০/২২) : ইংরেজি বা হিন্দি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে অথবা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা আবশ্যক৷ প্রিন্টিং / পাবলিশিংয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকলে ভালো হয়৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি দপ্তরে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৮০০ টাকা৷

(২০) অ্যাকাউন্ট্যান্ট (পোস্ট কোড ১৮/২২) : গ্র্যাজুয়েট হতে হবে৷ আর্মি / নেভি / এয়ারফোর্সে ১০ বছর ক্লার্ক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে রাজ্য সৈনিক বোর্ডে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বয়স : ৫২ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা৷

(২১) ম্যানেজার – অ্যাকাউন্টস (পোস্ট কোড ১৩/২২) : কোয়ালিফায়েড চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এম.কম পাশ হতে হবে৷ নিয়োগ হবে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে৷ শূন্যপদ:  ২ (অসংরক্ষিত)৷ বয়স : ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(২২) ডেপুটি ম্যানেজার – অ্যাকাউন্টস (পোস্ট কোড ১৪/২২) : প্রথম শ্রেণির নম্বরসহ বি.কম বা দ্বিতীয় শ্রেণির নম্বর সহ এম.কম পাশ হতে হবে৷ কোনো ব্যাঙ্ক / সরকারি দপ্তর / পাবলিক লিমিটেড কোম্পানিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে SAS জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ নিয়োগ হবে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৯, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷

(২৩) জুনিয়র লেবার ওয়েলফেয়ার ইন্সপেক্টর (পোস্ট কোড ১৫/২২) : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রাজ্য / জাতীয় স্তরের খেলোয়াড় হতে হবে SAS জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ নিয়োগ হবে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ২,০০০ টাকা৷

(২৪) অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার (পোস্ট কোড ১৬/২২) : ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ নিয়োগ হবে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স : ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম : মূল বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

উল্লেখিত সব পদের ক্ষেত্রেই ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.dsssbonline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://dsssb.delhi.gov.in/home/Delhi-Subordinate-Services-Selection-Board

Get details: Click Here

Apply Online: Click Here

 

Share it :