Bharat Electronics Limited is inviting applications for following post on contractual basis.
Post: Trainee Engineer-I, Project Engineer/Officer-I
Total Vacancy: 55
Eligibility: BE/BTech/MBA/MSW/PGHRM in relevant streams with experience.
Age limit: Trainee Engineer-I- 28 years, Project Engineer/Officer-I- 32 years as on 01/05/2022.
Consolidated Salary: Post wise different.
Application Fee: Trainee Engineer-I- Rs. 177, Project Engineer/Officer-I- Rs. 472. SC, ST and PwBD candidates are exempted.
Last Date of Online Application: 01/06/2022
…………………………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার-I ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/অফিসার-I পদে ৫৫ জন নিয়োগ করবে৷ সংস্থার পঞ্চকুলা ইউনিটে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার-I: ইলেকট্রনিক্স শাখার জন্য ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ মেকানিক্যাল শাখার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ উল্লিখিত যোগ্যতায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ পাশ করতে হবে তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা পাশ করলেই চলবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১মে, ২০২২-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৩৮ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ এর মধ্যে ইলেকট্রনিক্স- ২১, মেকানিক্যাল- ১৭৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা বেতন পাওয়া যাবে৷ নিয়োগ হবে ২ বছরের চুক্তিতে, যা সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার/অফিসার-I: ইলেকট্রনিক্স শাখার জন্য ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ এইচআর শাখার জন্য এইচআর বিষয়ে এমবিএ / এমএসডব্লু / পিজিএইচআরএম পাশ হতে হবে৷ সিভিল শাখার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ উল্লিখিত যোগ্যতায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ পাশ করতে হবে তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা পাশ করলেই চলবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ বয়স: ১মে, ২০২২-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭ (জেনাঃ ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ এর মধ্যে ইলেকট্রনিক্স- ১৫, এইচআর- ১, সিভিল- ১৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর প্রতি মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর প্রতি মাসে ৫৫,০০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে, যা সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়তে পারে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় ১৭৭ টাকা ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় ৪৭২ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট ছবি, সই, মাধ্যমিকের মার্কশিট, বিই/বিটেক ডিগ্রির যাবতীয় মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার শংসাপত্র, দরখাস্ত ফি-র রিসিপ্ঢ আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here