High Court of Madhya Pradesh invites applications for the following posts.
Post: Legal Assistant / Law Clerk-cum-Research Assistant
Total vacancy: 55
Eligibility: Law Graduate
Age: 18-35 years as on 01/09/2022
Consolidated Salary: Rs. 20,000
Last Date of Online Application: 23/09/2022
……………………
মধ্যপ্রদেশ হাইকোর্ট লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট / ল ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে ৫৫ জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ সেপ্টেম্বর, ২০২২ রাত ১১ টা ৫৫ মিনিটের মধ্যে৷
যোগ্যতা: ন্যাশনাল ল ইউনিভার্সিটি বা অন্য কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় দ্বারা অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ ৫ বছরের ইন্টিগ্রেটেড ল কোর্সের পঞ্চম বর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদনের যোগ্য৷ প্রার্থীকে কম্পিউটারে এমএস অফিস সহ বিভিন্ন আইন বিষয়ক কাজে দক্ষ হতে হবে৷ বয়স: ২৩ সেপ্ঢেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৫৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://mphc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে দরখাস্ত ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://mphc.gov.in
Official Notification: Click Here