Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

55 MANAGERS IN SBI / স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫৫ ম্যানেজার

Advt. No.  CRPD/SCO/2022-23/25)

Online applications are invited from eligible Indian Citizens for appointment as Manager (Credit Analyst) in State Bank of India.

Post: Manager (Credit Analyst).

Total vacancy: 55 (UR: 23, SC: 9, ST: 4, OBC: 14, EWS: 5).

Eligibility:  Graduate (any discipline) from Government recognized University or Institution AND MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA passed. Candidates must have 3 years post qualification experience.

Age: 25 to 35 years (as on 30/06/2022).

Pay Scale: Rs. 63,840/- to 78,230/-.

Last Date of Online Application : 12th December, 2022.

………………………………

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার ক্যাডারে ‘ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)’ পদে ৫৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং এমবিএ (ফিন্যান্স) / পিজিডিবিএ / পিজিডিবিএম / এমএমএস (ফিন্যান্স) / সিএ / সিএফএ / আইসিডব্লুএ পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর প্রার্থীদের কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্ক / ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ৩০ জুন, ২০২২-এর হিসেবে ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৫৫ (জেনাঃ ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷ চাকরির শুরুতে ২ বছরের প্রবেশন পিরিয়ড থাকবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/careers ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/ জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অন্যান্য নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://sbi.co.in/web/careers/current-openings#lattest

Get details: Click Here

 

Share it :