The Indian Army is inviting applications from unmarried men & women (including Wards of Battle Casualties of Army Personnel) for NCC Special Entry Scheme 53 Course (April 2023) through Short Service Commission.
Post: Officers
Total Vacancy: 55 (NCC Men – 50, NCC Women – 05)
Eligibility: Graduation with aggregate of minimum 50% marks taking into account marks of all the years. Those studying in final year are also allowed to apply provided they have secured minimum 50% aggregate marks in the first two/three years of three/four years degree course respectively. Such students will need to secure overall aggregate of minimum 50% marks in degree course. Should have served for minimum two/three years (as applicable) in Senior Division/Wg of NCC. Should have obtained minimum of ‘B’ Grade in ‘C’ Certificate Exam of NCC. Applicants, who are not holding NCC ‘C’ Certificate on date of application, are not eligible to apply for the course.
Medical Standards: Height for males- 157.5cm, Height for females- 152cm.
Age limit: 19 to 25 years as on 01 Jan 2023
Training Period: 49 weeks at OTA, Chennai
Stipend: Rs. 56,000
Pay scale: Rs. 56,100 – Rs. 1,77,500 + Service pay of Rs. 15,500 + Other allowances (after becoming Lieutenant)
Last date of online application: 15/09/2022 till 3 pm.
…………………………..
ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাশ করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে ‘এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম’-এর ৫৩ তম কোর্সে (এপ্রিল, ২০২৩) ৫৫ জন অবিবাহিত ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ সেপ্টেম্বর, ২০২২, দুপুর ৩টে-র মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: এনসিসি ‘সি’ সার্টিফিকেটধারীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বা সেমেস্টারে কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বরসহ যেকোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ অন্তিম শিক্ষাবর্ষে পাঠরত প্রার্থীরাও আবেদনের যোগ্য, তবে আগের শিক্ষাবর্ষগুলিতে ৫০ শতাংশ করে নম্বর পেয়ে থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২/৩ বছর এনসিসি-তে সিনিয়র ডিভিশন / উইং-এ কাজ করে থাকতে হবে ও এনসিসি সার্টিফিকেট পরীক্ষায় ‘বি’ গ্রেড পেতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ১৯ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ২০০৪-এর মধ্যে৷ শূন্যপদ: মোট- ৫৫৷ এনসিসি পুরুষ- ৫০, এনসিসি মহিলা- ৫৷
শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি, সঙ্গে মানানসই ওজন৷ মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫২ সেমি, সঙ্গে মানানসই ওজন৷ গোর্খা, নেপালি, অসমিয়া ও গাড়োয়ালি ছেলেমেয়েরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন৷
স্টাইপেন্ড ও বেতনক্রম: ৪৯ সপ্তাহের ট্রেনিং শেষে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীরা ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷ লেফটেন্যান্ট পদে নিয়োগের পর বেতন হবে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রোল নম্বরসহ) ২ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ইন্টারভিউ দুটি ধাপে সংঘটিত হবে৷ ইন্টারভিউ হবে এইসব শহরে- এলাহাবাদ, ভোপাল, ব্যাঙ্গালোর, কাপুরথালা৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে৷ সফলভাবে ট্রেনিং শেষে মাদ্রাজ ইউনিভার্সিটির তরফ থেকে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ’ প্রদান করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.joinindianarmy.nic.in
Official Notification: Click Here