Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

550 OFFICERS IN NIACL

Ref No: CORP.HRM/AO/2025

New India Assurance Co. Ltd (NIACL) is inviting applications for recruitment to the following posts.

Post: Administrative Officers (Generalist & Specialist) (Scale 1).

Total vacancy: 550.

Eligibility: Graduate/Post graduate

Age limit: 21-30 years (as on 1/8/2025)

Pay scale:  Rs. 50,925 – Rs. 96,765

Last date of online application: 30th August, 2025.

Application fee: Rs. 850 (Rs. 100 for SC/ ST / PwBD)

………………………………………………….

নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্সে ৫৫০ অফিসার

রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট) (স্কেল-I) পদে ৪৫০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২ আগস্ট,  ১৯৯৫ থেকে ১ আগস্ট,  ২০০৫ সালের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (ক) জেনারেলিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৯৩ (জেনাঃ ৭৮, তঃজাঃ ২৯, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৯)৷ এর মধ্যে ৮টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(খ) স্পেশালিস্ট: (১) রিস্ক ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে ২টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(২) অটোমোবাইল ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / এমই / এমটেক ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৭৫ (জেনাঃ ৩১, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ এর মধ্যে ৩টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(৩) লিগ্যাল স্পেশালিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) আইন বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ২০, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে ৩টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(৪) অ্যাকাউন্টস স্পেশালিস্ট: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট / কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে ও কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) এমবিএ (ফিন্যান্স) / পিজিডিএম ফিন্যান্স / এম.কম পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(৫) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (হেলথ): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) এমবিবিএস / এমডি / এমএস / পিজি মেডিক্যাল ডিগ্রি বা বিডিএস / এমডিএস বা বিএমএস / বিএইচএমএস (গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট) পাশ হতে হবে, সঙ্গে ন্যাশনাল মেডিক্যাল কমিশন / ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা কোনো স্টেট মেডিক্যাল / ডেন্টাল কাউন্সিল বা ন্যাশনাল / স্টেট কমিশন ফর হোমিওপ্যাথি-তে নাম নথিভুক্ত থাকতে হবে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে ২টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(৬) আইটি স্পেশালিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) আইটি / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক / এমই / এমটেক ডিগ্রি পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(৭) বিজনেস অ্যানালিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) স্ট্যাটিসটিক্স / ম্যাথমেটিক্স / অ্যাকচুয়ারিয়াল সায়েন্স / ডেটা সায়েন্স / বিজনেস অ্যানালিস্ট শাখায় ব্যাচেলর / মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৭৫ (জেনাঃ ৩০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৬, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ এর মধ্যে ৩টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷

(৮) কোম্পানি সেক্রেটারি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে এসিএস / এফসিএস পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(৯) অ্যাকচুয়ারিয়াল স্পেশালিস্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও অ্যাকচুয়ারিয়াল পরীক্ষায় কমপক্ষে ৪টি পেপার পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷

বেতনক্রম ও প্রবেশন: প্রতি মাসে ৫০,৯২৫ টাকা থেকে ৯৬,৭৬৫ টাকা৷ শুরুতে ১ বছরের প্রবেশন পিরিয়ড থাকবে৷ ১ বছর পরে দুইবার ৬ মাস করে এই প্রবেশন পিরিয়ড বাড়তে পারে৷ এই সময়ের মধ্যে ইনস্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত নন-লাইফ লাইসেন্সিয়েট পরীক্ষা পাশ করতে হবে৷ সফল প্রার্থীরাই একমাত্র কোম্পানিতে স্থায়ীভাবে চাকরির জন্য যোগ্য হবেন৷

আবেদনের পদ্ধতি:  অনলাইনে আবেদন করতে হবেhttp://newindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদনের সময় প্রার্থীর সম্প্রতিককলো তোলা ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০০×২৩০ পিক্সেল, সাইজ ২০ কেবি থেকে ৫০ কেবি), সাদা কাগজে কালো কালিতে করা সই, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল, সাইজ ২০ কেবি থেকে ৫০ কেবি) ও সাদা কাগজে কালো কালিতে হাতে লেখা“I,………………………(Name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” ডিক্লেয়ারেশন (৮০০× ৪০০ পিক্সেল, সাইজ ৫০ কেবি থেকে ১০০ কেবি) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর-সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি, মেইন (অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ) এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ১০০ নম্বরের ১ ঘণ্টার অনলাইন প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বর), রিজনিং অ্যাবিলিটি (৩৫ নম্বর) ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৩৫ নম্বর) থাকবে৷ অনলাইন মেইন পরীক্ষায় অবজেকটিভ ও ডেসক্রিপটিভ পরীক্ষা থাকবে৷ জেনারেলিস্ট শাখার বেলায় ২ ঘণ্টা ৩০ মিনিট সময়ে ২০০ নম্বরের অবজেকটিভ পরীক্ষায় প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- রিজনিং (৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০ নম্বর) ও কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৫০ নম্বর)৷ স্পেশালিস্ট শাখার বেলায় ২ ঘণ্টা ৩০ মিনিট সময়ে ২০০ নম্বরের অবজেকটিভ পরীক্ষায় প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে- রিজনিং (৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৪০ নম্বর) ও স্পেশালিস্ট স্ট্রিম (৪০ নম্বর)৷ অনলাইন ডেসক্রিপটিভ পরীক্ষায় ৩০ মিনিট সময়ে থাকবে ১০ নম্বরের চিঠি লেখা ও ২০ নম্বরের প্রবন্ধ রচনা৷ মোট সময় ৩০ মিনিট৷ মেইন পরীক্ষার প্রতিটি সেকশনে থাকবে আলাদা আলাদা করে কাট অফ মার্কস৷ প্রতিটি অবজেক্টিভ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর অতিরিক্ত কাটা যাবে৷ মেইন পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউতে ডাকা হবে৷ মেইন পরীক্ষার অবজেকটিভ টেস্ট ও ইন্টারভিউতে পাওয়া মোট নম্বর মিলিয়ে তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট৷ পশ্চিমবঙ্গে প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র- আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা, হাওড়া, দুর্গাপুর ও শিলিগুড়িতে৷ মেইন পরীক্ষা কেবলমাত্র গ্রেটার কলকাতায় নেওয়া হবে৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ সেপ্ঢেম্বর, ২০২৫ ও ও মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯ অক্টোবর, ২০২৫৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://www.newindia.co.in/

Official Notification: Click Here

Share it :

Leave a Reply