Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

551 EMPLOYEES IN BANK OF MAHARASTRA  / ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৫৫১ কর্মী

Bank of Maharastra invites online applications for the following posts.

Post: Generalist Officer, Forex / Treasury Officer, Chief Manager, AGM.

Vacancy: 551

Eligibility: Degree / PG (post wise different)

Age limit: post wise different.

Salary: post wise different.

Application Fee: Rs.1180 (Rs. 118 for SC/ST/PwBD candidates)

Last Date of Online Application: 23/12/2022

…………………..

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে জেনারেলিস্ট অফিসার, ফরেক্স / ট্রেজারি অফিসার,  চিফ ম্যানেজার, এজিএম পদে ৫৫১ জন কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জেনারেলিস্ট অফিসার (স্কেল-III): ৩১ অক্টোবর, ২০২২-এর মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং জেএআইআইবি ও সিএআইআইবি পাশ হলে ভালো হয় অথবা ৩১ অক্টোবর,  ২০২২-এর মধ্যে সিএ / সিএমএ / সিএফএ পাশ হতে হবে৷ কোনো স্বীকৃত বাণিজ্যিক ব্যাঙ্কে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০০ (জেনাঃ ১৬২, তঃজাঃ ৬০, তঃউঃজাঃ ৩০, ওবিসি ১০৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪০)৷ বেতনক্রম: ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷

(২) জেনারেলিস্ট অফিসার (স্কেল-II): ৩১ অক্টোবর, ২০২২-এর মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং জেএআইআইবি ও সিএআইআইবি পাশ হলে ভালো হয় অথবা ৩১ অক্টোবর, ২০২২-এর মধ্যে সিএ / সিএমএ / সিএফএ পাশ হতে হবে৷ কোনো স্বীকৃত বাণিজ্যিক ব্যাঙ্কে ৫ বছর (কমপক্ষে ১ বছর ব্রাঞ্চ ম্যানেজার / হেড হিসেবে) কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০০ (জেনাঃ ৪১, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৩) ফরেক্স / ট্রেজারি অফিসার (স্কেল-II): ৩১ মার্চ, ২০২২-এর মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও বিজনেস / ম্যানেজমেন্ট / ফিন্যান্স বিষয়ে ২ বছরের রেগুলার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার জ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ ফরেক্স / ইন্টারন্যাশনাল ব্যাংকিং বিজনেস / ট্রেড ফিন্যান্স / ফরেন এক্সচেঞ্জ অপারেশনস / জেএআইআইবি-সিএআইআইবি বিষয়ে সার্টিফিকেট বা সমতুল পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২২ অনুযায়ী ২৬ থেকে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

চিফ ম্যানেজার, এজিএম পদে শূন্যপদ ও যোগ্যতার জন্য দেখুন মূল বিজ্ঞপ্তি।

উল্লিখিত সব পদের ক্ষেত্রেই ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ১৫) বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofmaharashtra.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (ডাইমেনশন ২০০× ২৩০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (ডাইমেনশন ১৪০× ৬০ পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি × ৩ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের  মধ্যে) ও সাদা কাগজে কালো কালি দিয়ে “I, ………………………. (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.” লেখা বয়ান (১০ সেমি× ৫ সেমি, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷  দরখাস্ত ফি (জিএসটি সহ) ১১৮০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ১১৮ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বরসহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র- কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitewww.bankofmaharashtra.in

Official Notification: Click Here

Share it :