Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

56 JOURNEYMAN POST IN GRSE

(EMPLOYMENT NOTIFICATION NO. 2025/05 (J)

(EMPLOYMENT NOTIFICATION NO. 2025/06 (SRD-J)

Garden Reach Shipbuilders and Engineers Limited invites online applications for the following post through two different advertisements.

Post: Journeyman.

Total vacancy: 56.

Eligibility:  Matriculation & ITI (NTC) / NAC in relevant trade

Age-limit: 26 years as on 01/07/2025.

Stipend: 1st Year- Rs.24,000 per month; 2nd Year- Rs.26,000 per month.

Pay-scale: Rs.19900 – Rs. 69650

Last Date of Online Application:  4th August, 2025.

Last Date of Receipt of Application: 11th August, 2025.

……………………………………………

গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে ৫৬ জার্নিম্যান নিয়োগ

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, কলকাতা দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ট্রেডে ৫৬ জন  ‘জার্নিম্যান’ নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২৬ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা (ওবিসি-এনসিএল প্রার্থীর বেলায় ১৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বেলায় ১৫ বছর) ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ আগস্ট, ২০২৫-এর মধ্যে ও প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ১১ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাশ হতে হবে৷

স্টাইপেন্ড ও বেতনক্রম: ২ বছর ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে প্রথম বছর প্রতি মাসে ২৪,০০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ২৬,০০০ টাকা৷ সফলভাবে ট্রেনিং শেষে সেমি স্কিলড  গ্রেডে নিয়োগ করা হলে বেতনক্রম হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৯,৬৫০ টাকা৷

আবেদনের পদ্ধতি:  দরখাস্ত করতে হবে অনলাইনে www.grse.in বা https://jobapply.in/grse2025 ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ৪৭২ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নিয়ে ১ কপি নিজের কাছে রেখে অপর কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্মতারিখের প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ করা খামে ভরে তার উপর“GRSE EN No. 2025/05 (J)” and “Post (Trade) applied” ও  “GRSE EN No. 2025/06 (SRD-J)” and “Post (Trade) applied” (বিজ্ঞপ্তি নং অনুযায়ী যেখানে যেটা প্রযোজ্য) লিখে সাধারণ ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-Post Box No. 3076, Lodhi Road, New Delhi – 110003৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://grse.in/career/

Official Notification: Click Here

Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৬ /৭ /২০২৫)

Share it :

Leave a Reply