Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

56 NURSES IN DURGAPUR STEEL PLANT / দুর্গাপুর স্টিল প্লান্টে ৫৬ নার্স

Advt. No. DSP/PERS-NW/RECTT/PTN_2022_2/2022/1947(D)

Durgapur Steel Plant (DSP), a unit of Steel Authority of India Limited (SAIL), a Maharatna Company, invites applications from interested and eligible qualified nurses to undertake the “Proficiency Training” in 600 bedded multi-speciality DSP hospital under M&HS department.

Post: Nurse.

Total vacancy: 56.

Eligibility:  Pass in B.Sc. (Nursing) / Diploma in General Nursing & Midwifery with a valid Certificate of Registration.

Age:  within 30 years (relaxation shall be given for the reserved candidates).

Stipend:  8000/- per month.

Date of Walk in Interview :  30th and 31st August, 2022 from 10 am to 3 pm.

………………………………………………..

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের একটি ইউনিট দুর্গাপুর স্টিল প্লান্টে ৫৬ জন ‘নার্স’ নিয়োগ করা হবে৷ ১৮ মাসের একটি প্রফিসিয়েন্সি ট্রেনিং প্রোগ্রাম – এর অধীন এই নিয়োগ হবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ৩০ ও ৩১ আগস্ট, ২০২২ এই ঠিকানায় -DSP Main Hospital,  J.M. Sengupta Road, B-Zone, Durgapur-713205৷

শিক্ষাগত যোগ্যতা: বি.এসসি নার্সিং / জিএনএম পাশ হতে হবে ও বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ৫৬৷

স্টাইপেন্ড : নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড ও নলেজ অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট অ্যালাওয়েন্স পাবেন৷ মাসে ২০ দিন বা তার বেশি উপস্থিত থাকলে দৈনিক ২৬০ টাকা ভাতা পাওয়া যাবে৷ মাসে ১৫ থেকে ১৯ দিন উপস্থিত থাকলে দৈনিক ১৩০ টাকা ভাতা পাওয়া যাবে৷ মাসে ১৫ দিনের কম উপস্থিত থাকলে কোনো ভাতা পাওয়া যাবে না৷ সব মিলিয়ে একজন প্রার্থী একমাসে সর্বাধিক ১৫,০২০ টাকা পেতে পারেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.sailcareers.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের মূল কপিসহ স্বপ্রত্যয়িত প্রতিলিপি সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের দিন সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে উপস্থিত হতে হবে৷ প্রার্থীরা পূরণ করা দরখাস্ত স্ক্যান করে ২৯ আগস্ট, ২০২২ এর মধ্যে এই মেল আইডি’তে ই-মেল করে দিতে পারেন rectt.dsp@sail.in৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==

Get details: Click Here

Share it :