Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

14 PATIENT CARE ATTENDANTS IN CNCI, KOLKATA / চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতায় ১৪ স্বাস্থ্যকর্মী

Advt. No. 158

Broadcast Engineering Consultants India Limited is inviting applications for the following posts for deployment in the office of Chittranjan National Cancer Institute, (CNCI), Kolkata

Post: Patient Care Attendant

Total Vacancy: 14

Eligibility: Class 10th passed preferably with General Duty Assistant course from any Central/State recognized Institute. OR ANM from any recognized Institute

Salary: Rs.17,498

Application Fee: Rs. 750 (Rs. 450 for SC/ST/EWS/ESM/PH candidates).

Last Date of Online Application: 15.08.2022

……………………………………………………

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করছে। নিয়োগ করা হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতা।

পদের নাম:  পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট

মোট শূন্যপদ: ১৪

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স পাশ হলে অগ্রাধিকার অথবা এএনএম পাশ হতে হবে।

বেতন: ১৭,৪৯৮ টাকা।

দরখাস্ত ফি: ৭৫০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৪৫০ টাকা)

অনলাইন দরখাস্তের শেষ তারিখ: ১৫ আগস্ট, ২০২২

Official Website: www.becil.com

Official Notification: Click Here

Share it :