Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

567 EMPLOYEES IN BRO-GREF / বর্ডার রোডস অর্গানাইজেশনে ৫৬৭ কর্মী নিয়োগ

Advt. No. 04/2022

Border Roads Organization invites applications for the following posts in General Reserve Engineer Force.

Posts: Radio Mechanic, Operator Communication, Driver Mechanical Transport (OG), Vehicle Mechanic, MSW Driller, MSW Mason, MSW Painter, MSW Mess Waiter.

Total Vacancy:  567

Eligibility: 10th/ITI/Certificate (Post-wise different)

Age-limit: Multi Skilled Worker- 18 to 25 years, Others- 18 to 27 years

Salary: Post-wise different

……………………….

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বর্ডার রোডস অর্গানাইজেশন-এর অধীনস্থ জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স ভেহিকেল মেকানিক, ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট, অপারেটর কমিউনিকেশন, এমএসডব্লু ম্যাসন, এমএসডব্লু ড্রিলার, এমএসডব্লু পেইন্টার, এমএসডব্লু মেস ওয়েটার, রেডিও মেকানিক পদে ৫৬৭ জন পুরুষ নিয়োগ করবে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ভেহিকেল মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে মোটর ভেহিকেল / ডিজেল / হিট ইঞ্জিন মেকানিকের সার্টিফিকেট কোর্স বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইন্সটিটিউট থেকে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন / ট্র্যাক্টর মেকানিকের সার্টিফিকেট কোর্স বা কোনো ডিফেন্স ইনস্টিটিউট প্রদত্ত ডিফেন্স ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ভেহিকেল মেকানিকের ক্লাস-II কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩৬[জেনাঃ ১১৯, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৪১ (ব্যাকলগ ১), আর্থিকভাবে অনগ্রসর ২]৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(২) অপারেটর কমিউনিকেশন: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইন্সটিটিউট থেকে ওয়্যারলেস অপারেটর / রেডিও মেকানিক সার্টিফিকেট বা রেডিও / টেকনোলজি বিষয়ক জ্ঞান-সহ কোনো ডিফেন্স ইনস্টিটিউট প্রদত্ত ডিফেন্স ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ওয়্যারলেস অপারেটর অ্যান্ড কি বোর্ড-এর সার্টিফিকেট ক্লাস-I কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫৪ (জেনাঃ ৬২, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ৯, ওবিসি ৪৩, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৩) এমএসডব্লু ম্যাসন: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে সার্টিফিকেট অফ বিল্ডিং কন্সট্রাকশন / ব্রিক্স ম্যাসন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ম্যাসন-এর সার্টিফিকেট ক্লাস-II কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪৯[জেনাঃ ৫২, তঃজাঃ ২৫ (ব্যাকলগ ১), তঃউঃজাঃ ৫, ওবিসি ৩৪ (ব্যাকলগ ১৮), আর্থিকভাবে অনগ্রসর ১]৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৪) এমএসডব্লু ড্রিলার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৫) ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট (ওজি): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ড্রাইভার প্ল্যান্ট মেকানিক্যাল ট্রান্সপোর্ট-এর ক্লাস-III কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯[জেনাঃ ৪, তঃজাঃ ৩ (ব্যাকলগ ২), ওবিসি ]৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৬) এমএসডব্লু পেইন্টার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে পেইন্টার সার্টিফিকেট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট অথবা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী পেইন্টিং-এর ক্লাস-II কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (তঃউঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৭) রেডিও মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা-সহ ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ইন্সটিটিউট থেকে রেডিও মেকানিকের সার্টিফিকেট কোর্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা-সহ কোনো ডিফেন্স ইনস্টিটিউট প্রদত্ত ডিফেন্স ট্রেড সার্টিফিকেট বা ডিফেন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ওয়্যারলেস অপারেটর অ্যান্ড কি বোর্ড-এর ক্লাস-I কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৮) এমএসডব্লু মেস ওয়েটার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

উল্লিখিত প্রতিটি পদে তপশিলি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷

শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি, ওজন কমপক্ষে ৫০ কেজি ও বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে ৭৫ সেমি (৫ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷ পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের বেলায় উচ্চতা কমপক্ষে ১৫২ সেমি ও ওজন কমপক্ষে ৪৭.৫ কেজি হতে হবে৷ উভয় চোখে দৃষ্টিশক্তি কমপক্ষে ৬/১২ হতে হবে বা দৃষ্টিশক্তি হতে হবে ডান চোখে ৬/৬ ও বাম চোখে ৬/২৪৷

আবেদন পদ্ধতি: www.bro.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী এ-ফোর কাগজে দরখাস্ত করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷ বর্ডার রোডস অর্গানাইজেশনের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ এই বিজ্ঞপ্তিতে বিস্তারিত যোগ্যতা, বেতন, প্রার্থী বাছাই পদ্ধতি প্রকাশিত হয়নি৷ প্রার্থীদের সুবিধার্থে পুরানো বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতার মাপকাঠি প্রকাশ করা হল৷ সরকারি সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে, তার লিংক প্রকাশিত হবে৷

Official Website: www.bro.gov.in

Official Notification: Click Here

Share it :