Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

57 MEDICAL OFFICERS, NURSES AND PARAMEDICS IN MURSHIDABAD DISTRICT / মুর্শিদাবাদ জেলায় ৫৭

Memo. No. CM-MSD/DH&FWS/2022/149

Online applications are invited for the following posts in Murshidabad district.

Post: Medical Officer, Laboratory Technician, Staff Nurse, Consellor,  Senior Treatment Supervisor, Senior Tuburculosis Laboratory Supervisor, Laboratory Technician, Cook, Attendant, Nutritionist, District PPM Coordinator,  Tuburculosis Health Visitor, Data entry Operator, Block Accounts Manager.

Total vacancy: 57.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Submission of Application: 28 January, 2022 till 5 pm.

……………………………………………………………………………….

মুর্শিদাবাদ জেলায় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন বিভিন্ন প্রকল্পে কাউন্সেলর, ইম্যুনাইজেশন ভলান্টিয়ার, মেডিক্যাল অফিসার, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, নিউট্রিশনিস্ট, কুক, অ্যাটেন্ড্যান্ট, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, ডিস্ট্রিক্ট পিপিএম, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটার, আইসিটিসি কাউন্সেলর, আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান, ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান, এএনএম / জিএনএম, টেকনিক্যাল সুপারভাইজার, কো-অর্ডিনেটর, ডেটা এন্ট্রি অপারেটর পদে ৫৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কাউন্সেলর, এআরএসএইচ, রানিনগর-II: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / অ্যানথ্রোপোলজি / হিউম্য্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লেখিত বিষয় গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট ও কম্পিউটারে এমএস অফিস জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(২) কাউন্সেলর, এএফএইচসি, লালবাগ সাব ডিভিশনাল হসপিটাল: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / অ্যানথ্রোপোলজি / হিউম্য্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লেখিত বিষয় গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট ও কম্পিউটারে এমএস অফিস জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৩) ফুল টাইম মেডিক্যাল অফিসার, এনইউএইচএম: এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা৷

(৪) ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার, এনএইচএম, রানিনগর (ইসলামপুর আরএইচ)-১ ব্লক: বি.কম পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ সংশ্লিষ্ট ব্লকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৬,০০০ টাকা৷

(৫) ল্যাব টেকনিশিয়ান, এনইউএইচএম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(৬) স্টাফ নার্স, এনইউএইচএম: জিএনএম পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(৭) ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, কোয়ালিটি অ্যাস্যুরেন্স: এমবিবিএস / ডেন্টাল / আয়ুষ / নার্সিংয়ে গ্র্যাজুয়েশনের পর হেলথ ম্যানেজমেন্টে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

(৮) মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার (নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার), সুতি-২ ব্লক: সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / সোশ্যাল ওয়ার্কে গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(৯) নিউট্রিশনিস্ট, এনআরসি, সামশেরগঞ্জ ব্লক: ফুড অ্যান্ড নিউট্রিশনে বি.এসসি / এম.এসসি পাশ হতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(১০) কুক, এনআরসি (অনুপনগর বিপিএইচসি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ অনুপনগর বিপিএইচসি থেকে ৫ কিমির মধ্যে বসবাস করতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ৮,০০০ টাকা৷

(১১) অ্যাটেন্ড্যান্ট, এনআরসি (অনুপনগর বিপিএইচসি, মহিষালি বিপিএইচসি, কান্দি সাব ডিভিশনাল হসপিটাল): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্থানীয় ভাষা জানতে হবে৷ সংশ্লিষ্ট বিপিএইচসি থেকে ৫ কিমির মধ্যে বসবাস করতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫,০০০ টাকা৷

(১২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (এস.টি.এস): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ  গ্র্যাজুয়েট হতে হবে বা স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও স্বাস্থ্য বিভাগে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি এ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(১৩) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (এস.টি.এল.এস): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ আরএনটিসিপি / এনটিইপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)৷  এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(১৪) ডিস্ট্রিক্ট পিপিএম কোর্ডিনেটর: পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কমিউনিকেশন / এসিএসএম / পাবলিক প্রাইভেট পার্টনারশিপ / হেলথ প্রোজেক্টের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ এনটিইপি’তে  কাজের অভিজ্ঞতা, সোশ্যাল সায়েন্স / মাস মিডিয়া / কমিউনিকেশন / রূরাল ডেভেলপমেন্টে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি / মাস্টার ডিগ্রি পাশ ও  কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রগণ্য৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷  এককালীন বেতন: প্রতি মাসে ২৬,০০০ টাকা৷

(১৫) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর (টিবি-এইচভি): গ্র্যাজুয়েট অথবা উচ্চমাধ্যমিক পাশের পর এমপিডব্লু / এলএইচভি / এএনএম / হেলথ ওয়ার্কার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা হেলথ এডুকেশন / কাউন্সেলিংয়ের ট্রেনিং নিয়ে থাকতে হবে অথবা টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের কোর্স করে থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷  বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি বি)৷  এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(১৬) আইসিটিসি কাউন্সেলর (ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস): সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্ট / নার্সিংয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা গ্র্যাজুয়েশনের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এইচআইভি / এইডস ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অগ্রগণ্য৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(১৭) আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান (ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস): মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা বা ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ৩, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(১৮) ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান (ডব্লুবিএসএপি অ্যান্ড সিএস): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(১৯) ওএসটি-এএনএম / জিএনএম, এমএমসি এন্ড এইচ: কমপক্ষে এএনএমপাশ হতে হবে৷ জিএনএম / বি.এসসি নার্সিং পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৪,০০০ টাকা৷

(২০) টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাঙ্ক, এনএইচএম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ডিএমএলটি / ডিএলটি পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(২১) টেকনিক্যাল সুপারভাইজার, বিসিএসইউ (এনএইচএম): ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ডিএমএলটি / ডিএলটি পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(২২) ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্ক (এনএইচএম): ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ডিএমএলটি / ডিএলটি পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃরজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(২৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান বিসিএসইউ (এনএইচএম), এমএমসি অন্ড এইচ: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ডিএমএলটি / ডিএলটি পাশ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃরজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(২৪) ব্লাড ব্যাঙ্ক কাউন্সেলর (এনএইচএম): সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপোলজি / হিউম্যান ডেভেলপমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

(২৫) কো-অর্ডিনেটর (কোভিড): হেলথ কেয়ার ম্যানেজমেন্ট / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷  কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷

(২৬) ডেটা এন্ট্রি অপারেটর (কোভিড): গ্র্যাজুয়েট  ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের সার্টিফিকেট্র / ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,৫৬০ টাকা৷

(২৭) ইম্যুনাইজেশন ভলান্টিয়ার  (আরসিএইচ), ফারাক্কা ও ধুলিয়ান মিউনিসিপ্যালিটি, জঙ্গীপুর সাব-ডিভিশন: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কমপক্ষে ৬ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ প্রার্থীকে সংশ্লিষ্ট সাব-ডিভিশনের অধিবাসী হতে হবে৷ দুই চাকার যান চালাবার বৈধ লাইসেন্স থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি দিন ৫৫০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.murshidabad.gov.in / www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত রঙিন ছবি  আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্থের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে“The Secretary, District Health & Family Welfare Samity, Murshidabad, payable at Berhampore, Murshidabad”  এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ দরখাস্ত সহ নথিপত্র একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে —Secretary, District Health & Family Welfare Samity, Office of the Chief Medical Officer of Health, Murshidabad, 14, Cantonment Road, PO – Berhampore, District-Murshidabad, PIN 742101৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুনwww.murshidabad.gov.in বাwww.wbhealth. gov.in ওয়েবসাইট৷

Official websitehttps://murshidabad.gov.in/notice_category/recruitment/

Get detailsClick Here

Share it :