Memo No. DH&FWS/2022/198
District Health & Family Welfare Samiti, PaschimMedinipur invites applications for the following contractual vacant posts .
Post: Molecular Biologist, Lab Assistant, Lab Attendant, Laboratory Technician, Pharmacist.
Total vacancy: 57. Molecular Biologist 4, Lab Assistant 15, Lab Attendant 15, Laboratory Technician 15, Pharmacist 8.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last date of submit application and Interview Date: 4th February, 2022 till 5 pm.
……………………………………………………………………………………
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম মেদিনীপুর জেলায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, মলিক্যুলার বায়োলজিস্ট, পদে চুক্তির ভিত্তিতে ৫৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাব অ্যাসিস্ট্যান্ট: লাইফ সায়েন্স / এমএলটি’তে বি.এসসি পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ কোনো রিসার্চ ল্যাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,৯২০ টাকা৷
(২) ল্যাব অ্যাটেন্ড্যান্ট : ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্যাথোলজি / ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে ১ বছরের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে৷ স্টেট প্যারামেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ শূন্যপদ: ১৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷
(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ স্টেট প্যারামেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ শূন্যপদ: ১৫৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৭,২২০ টাকা৷
(৪) ফার্মাসিস্ট: ফার্মাসি’তে (অ্যালোপ্যাথি) ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ শূন্যপদ: ৮৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৬,৮৬০ টাকা৷
(৫) মলিক্যুলার বায়োলজিস্ট: মাইক্রোবায়োলজিতে এমডি পাশ সঙ্গে আরটিপিসিআরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মলিক্যুলার বায়োলজি / মাইক্রোবায়োলজি / বায়ো টেকনোলজি / জেনেটিক্সে এম.এসসি পাশ সঙ্গে ভাইরোলজিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ব্যাঙ্ক ট্রান্সফার করে নিম্নলিখিত অ্যাকাউন্টে জমা দিতে হবে — name of the account: District Health & Family Welfare Samiti, Paschim Medinipur, A/C no. 0788010159603, IFSC – PUNB0078820, Bank – PNB, Branch Sepai Bazaar, Paschim Medinipur৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/
Get details: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Recruitmetn_Notice_-_covid_staff.pdf