Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

58 APPRENTICES IN DRDO / ডিআরডিও-তে ৫৮ অ্যাপ্রেন্টিস

Advt. No. ITR/HRD/AT/07/2022

Integrated Test Range (ITR), Chandipur, a premier Laboratory of Defence Research and Development Organization (DRDO), invites applications from young and meritorious Indian nationals for engagement of the following posts.

Post: Graduate Apprentice, Technician (Diploma) Apprentice.

Total vacancy: 58.

Eligibility:  post wise different.

Stipend: post wise different.

Last Date for Submit Application : 17th October, 2022.

……………………………..

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ল্যাবরেটরি চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস পদে ৫৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ ২০১৮ থেকে ২০২২ এর মধ্যে বি.ই / বি.টেক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বি.কম ডিগ্রি পাশ ছেলেমেয়েরা দরখাস্ত পাঠাতে পারবেন৷ ২০১৮ এর আগে পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য নন৷ নির্বাচিত প্রার্থীদের ১২ মাসের ট্রেনিং হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৭ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: (১) কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি: নিম্নলিখিত যে কোনো বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে – কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং৷ শূন্যপদ: ৬৷

(২) ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন: নিম্নলিখিত যে কোনো বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে – ইলেকট্রনিক্সইঞ্জিনিয়্, ইলেকট্রনিক্স্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সইঞ্জিনিয়্, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনইঞ্জিনি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড  ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশনইঞ্জিনি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,  ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স (রোবোটিক্স), এমবেডেড সিস্টেম৷ শূন্যপদ: ৬৷

(৩) ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷

(৪) সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷

(৪) অ্যারোস্পেস: অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷

(৫) লাইব্রেরি সায়েন্স: লাইব্রেরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷

(৬) সেফটি ইঞ্জিনিয়ারিং: সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷

(৭) বিবিএ / বি.কম: ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কস্ট অ্যাকাউন্টিংয়ে বি.কম পাশ বা বিবিএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ১২৷

স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(খ) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: (১) কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি: নিম্নলিখিত যে কোনো বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে — কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং৷ শূন্যপদ: ৮৷ (২) ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন: নিম্নলিখিত যে কোনো বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে – ইলেকট্রনিক্সইঞ্জিনিয়্, ইলেকট্রনিক্স্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সইঞ্জিনিয়্, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনইঞ্জিনি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড  ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশনইঞ্জিনি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,  ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স (রোবোটিক্স), এমবেডেড সিস্টেম৷ শূন্যপদ: ৮৷ (৩) ইলেকট্রিক্যাল: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪৷ (৪) সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ (৪) সিনেমাটোগ্রাফি: সিনেমাটোগ্রাফি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ (৫) মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি: মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: আবেদন করার পূর্বে বি.ই / বি.টেক / ডিপ্লোমা পাশ প্রার্থীরা www.mhrdnats.gov.in ওয়েবসাইটে এবং বিবিএ / বি.কম পাশ প্রার্থীরা https://portalbopter.com ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নেবেন৷  এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নাম নথিভুক্ত না থাকা প্রার্থীদের দরখাস্ত বাতিল করে দেওয়া হবে৷ দরখাস্ত করতে হবেwww.drdo.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে টাইপ করে৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায়  প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তাতে সই করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে – To The Director, Integrated Test Range (ITR), Chandipur, Balasore, Odisha – 756025৷  খামের উপর লিখতে হবে‘Application for Apprenticeship Training: Category ……… & Subject / Discipline ……………”৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: https://www.drdo.gov.in/careers

Get details: Click Here

 

 

Share it :