Indian Army invites application from eligible women candidates of West Bengal, Sikkim, Odisha to recruit through rally.
Post: Agniveer (General Duty) Women
Eligibility: Class 10th /Matric with 45% marks in aggregate and 33% in each subject. For boards following grading system minimum of D grade (33% – 40%) in individual subjects or equivalent of grade which contains 33% and overall aggregate in C2 grade or equivalent corresponding to 45% in aggregate.
Age limit: 17 ½ to 23 years as on 1st October, 2022.
Monthly Salary: Rs 30,000 – Rs. 40,000
Last Date of Online Registration: 07/09/2022
……………………………………………………….
কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে আর্মিতে অগ্নিবীর (জেনারেল ডিউটি) উইমেন পদে অবিবাহিত মহিলাদের নিয়োগ করা হবে৷ রিক্রুটিং অফিস (হেড কোয়ার্টারস), কলকাতা উল্লিখিত পদে পশ্চিমবঙ্গ, ওডিশা ও সিকিমের প্রার্থীদের নিয়োগ করবে৷ অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ৭ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: মোট ৪৫ শতাংশ নম্বরসহ মাধ্যমিক পাশ হতে হবে ও প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে৷ হালকা মোটর যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার পদে কর্মীর প্রয়োজন হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ১ অক্টোবর, ১৯৯৯ থেকে ১ এপ্রিল, ২০০৫-এর মধ্যে৷
শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২ সেমি, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে৷ সিকিমের বাসিন্দা ও গোর্খা প্রার্থীদের বেলায় উচ্চতায় ৪ সেমি ছাড় পাওয়া যাবে৷ শর্তসাপেক্ষে উচ্চতা ও ওজনের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে৷
বেতন: মাসিক বেতন হবে প্রথম বছরে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে পাওয়া যাবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷ এই প্যাকেজের সাথে সুদের টাকাও অতিরিক্ত পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা (র্যালি), শারীরিক মাপজোকের পরীক্ষা (র্যালি), মেডিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষার (কমন এন্ট্রান্স এক্সামিনেশন) মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের খড়গপুর শহরে অবস্থিত সেরসা স্টেডিয়ামে উল্লিখিত র্যালি হবে ১৯ ডিসেম্বর, ২০২২৷ র্যালিতে অংশগ্রহণের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১৬ নভেম্বর, ২০২২ থেকে ২২ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷ র্যালিতে শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রার্থীদের ১.৬ কিমি দৌড়াতে হবে ৭ মিনিট ৩০ সেকেন্ডে (গ্রুপ-১) বা ৮ মিনিটে (গ্রুপ-২)৷ র্যালির সময় ২০ টি রঙিন পাসপোর্ট ছবি ও আর্মি প্রদত্ত অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারেড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট(DOS / DOEX / DOW / DOWW প্রার্থীদের বেলায়), এনসিসি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), স্পোর্টস সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে উল্লিখিত ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে এফিডেবিট, সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্রের অরিজিনাল ও দুইটি প্রতিলিপি নিয়ে উপস্থিত হতে হবে৷ র্যালিতে সফল প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি, ২০২৩৷ প্রাক্তন সমরকর্মীদের স্ত্রী ও সন্তান, এনসিসি এ/বি/সি সার্টিফিকেট প্রাপক প্রার্থী, ক্রীড়াক্ষেত্রে স্কুল, কলেজ, জেলা, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও পদকজয়ী মহিলা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অতিরিক্ত নম্বর পাবেন৷ নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে সিএমপি সেন্টার অ্যান্ড স্কুল, বেঙ্গালুরু-তে৷ চার বছরের মেয়াদ শেষে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট ও মাধ্যমিক পাশদের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট প্রদান করা হবে এবং সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে আর্মির রেগুলার ক্যাডারে ১৫ বছরের জন্য নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.joinindianarmy.nic.in
Official Notification: Click Here