Applications are being invited from women candidates (married / divorced / widow) to fill up the vacancies of the post of ASHA Worker in South 24 Parganas district.
Post: ASHA Workers
Total Vacancy: 588
Eligibility: Passed or appeared in Madhyamik Exam. Must be a permanent resident of the concerned village.
Age limit: 30 years to 40 years (22 years to 40 years for SC/ST candidates) as on 01/01/2022.
Last Date of Receipt of Application: 29/10/2022 till 4pm
………………………
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত একাধিক ব্লকে ৫৮৮ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে ২৯ অক্টোবর, ২০২২ বিকেল ৪ টে-র মধ্যে৷
যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদান এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে৷ গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কারগণ অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷
ব্লক অনুযায়ী শূন্যপদ: (১) নামখানা ব্লক- ১০, (২) গোসাবা ব্লক- ১৩, (৩) ক্যানিং-II ব্লক- ৩৩, (৪) বজবজ-II ব্লক- ১৫, (৫) বিষ্ণুপুর-I ব্লক- ২১, (৬) ডায়মন্ড হারবার-II ব্লক- ১৩, (৭) মথুরাপুর-II ব্লক- ৯, (৮) কুলতলি ব্লক- ২৫, (৯) কাকদ্বীপ ব্লক- ৭, (১০) জয়নগর-II ব্লক- ১৬, (১১) জয়নগর-I ব্লক- ৩১, (১২) ডায়মন্ড হারবার-I ব্লক- ৪, (১৩) ক্যানিং-I ব্লক- ৩৯, (১৪) বাসন্তী ব্লক- ৩৮, (১৫) ভাঙ্গড়-II ব্লক- ২১, (১৬) মথুরাপুর-I ব্লক- ১০, (১৭) বারুইপুর ব্লক- ৪০, (১৮) ভাঙ্গড়-I ব্লক- ২৭, (১৯) মন্দিরবাজার ব্লক – ২৪, (২০) মগরাহাট-I ব্লক- ২৯, (২১) বিষ্ণুপুর-II ব্লক- ১৩, (২২) কুলপি ব্লক- ১৮, (২৩) সোনারপুর ব্লক- ৪১, (২৪) বজবজ-I ব্লক- ২৪, (২৫) মগরাহাট-I ব্লক- ৩৭, (২৬) ঠাকুরতলা মহেশতলা ব্লক- ১৮, (২৭) পাথরপ্রতিমা ব্লক- ১২।
আবেদন করার পদ্ধতি: https://s24pgs.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি স্বাক্ষর সহ নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মতারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র বা রেশন কার্ড, বিবাহিতা / বিধবা / বিবাহ বিচ্ছিনা হওয়ার উপযুক্ত নথিপত্র, জাতিগত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), গ্রেড ওয়ান ও গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই ও লিংক ওয়ার্কার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি, ৫ টাকার ডাকটিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম এবং প্রার্থীর স্বাক্ষর সহ ২ কপি পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসে জমা দিতে হবে বা স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। ব্লক অনুযায়ী গ্রামপঞ্চায়েত, উপস্বাস্থ্যকেন্দ্র, গ্রামের তালিকা এবং অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://s24pgs.gov.in
Official Notifications: Click Here