ADVERTISEMENT NO: CRPD/SCO/2025-26/10
Online applications are invited from eligible Indian Citizens for the following posts in State Bank of India.
Post: Manager (MMGS-III), Deputy Manager (MMGS-II).
Total vacancy: 59. Manager (MMGS-III): 34, Deputy Manager (MMGS-II): 25.
Eligibility: B.E. / B. Tech.in IT/ Computers/ Computer Science/ Electronics/ Electrical/ Instrumentation/ Electronics & Telecommunication. Or Master of Computer Applications (MCA) with 60% marks.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Application Fee: Rs. 750
Last Date of Online Application: 2nd October, 2025
………………………………………………….
স্টেট ব্যাঙ্কে ৫৯ ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার ক্যাডারে ম্যানেজার (এমএমজিএস-III) ও ডেপুটি ম্যানেজার (এমএমজিএস-II) পদে ৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ আইটি / কম্পিউটারস / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ এমবিএ / এক্সিকিউটিভ এমবিএ পাশ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর-সহ আইটি / কম্পিউটারস / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ এমবিএ / এক্সিকিউটিভ এমবিএ পাশ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
বয়স: ৩১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://bank.sbi/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
Official Website: https://sbi.bank.in/web/careers/Current-openings
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।