Advt. No. : GRSE HR/SUP: 01/2022
Garden Reach Shipbuilders and Engineers Limited invites online applications for the following posts.
Post: Supervisor, Engine Technician, Design Assistant.
Total vacancy: 59.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application : 28th July, 2022.
……………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সুপারভাইজার, ইঞ্জিন টেকনিশিয়ান, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে পার্মানেন্ট এমপ্লয়মেন্ট এবং ফিক্সড টার্ম কনট্র্যাক্টের মাধ্যমে ৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করেত হবে ২৮ জুলাই, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) পার্মানেন্ট এমপ্লয়মেট: (১) সুপারভাইজার (এস-১ গ্রেড) – আইটি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও কম্পিউটার / আইটি / নেটওয়ার্কিংয়ে ১ বছরের ডিপ্লোমা /
পিজি ডিপ্লোমা পাশ বা বিসিএ / বিসিএস পাশ হতে হবে৷ কম্পিউটার / হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের ভালো কাজ জানতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷
(২) সুপারভাইজার (এস-১ গ্রেড) – ফিন্যান্স: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও ফিন্যান্সে ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ বা সিএমএ / সিএ পাশ বা এম.কম পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷
(৩) সুপারভাইজার (এস-১ গ্রেড) – লিগ্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও এলএলবি পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷
(৪) ইঞ্জিন টেকনিশিয়ান (এস-১ গ্রেড) – মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেকানিক্যাল / অটোমোবাইল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইঞ্জিনিয়ারিং / ওয়ার্কশপে কাজ করার ভালো ধারণা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷
(৫) ইঞ্জিন টেকনিশিয়ান (এস-১ গ্রেড) – ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ইঞ্জিনিয়ারিং / ওয়ার্কশপে কাজ করার ভালো ধারণা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷
(খ) ফিক্সড টার্ম এমপ্লয়মেট: (১) সুপারভাইজার (এস-১ গ্রেড) – মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(২) সুপারভাইজার (এস-১ গ্রেড) – ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৩) সুপারভাইজার (এস-১ গ্রেড) – পেইন্ট টেকনোলজি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পেইন্ট টেকনোলজি / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৪) সুপারভাইজার (এস-১ গ্রেড) – সিভিল: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৫) সুপারভাইজার (এস-১ গ্রেড) – ন্যাভাল আর্কিটেকচার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ন্যাভাল আর্কিটেকচার / শিপবিল্ডিং / ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশন টেকনোলজি / ন্যাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৬) সুপারভাইজার (এস-১ গ্রেড) – ইনফরমেশন টেকনোলজি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও কম্পিউটার / আইটি / নেটওয়ার্কিংয়ে ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ বা বিসিএ / বিসিএস পাশ হতে হবে৷ কম্পিউটার / হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের ভালো কাজ জানতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৭) সুপারভাইজার (এস-১ গ্রেড) – অ্যাডমিন অ্যান্ড এইচআর: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও এইচআরএম / এইচআরডি / আইআর / লেবার ওয়েলফেয়ার / লেবার ল / ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ বা বিবিএ / বিবিএম পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৮) সুপারভাইজার (এস-১ গ্রেড) – মেটিরিয়াল ম্যানেজমেন্ট : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ ও মেটিরিয়াল ম্যানেজমেন্ট / সাপ্লাই চেন ম্যানেজমেন্ট / লজিস্টিক ম্যানেজমেন্টে ১ বছরের ডিপ্লোমা / পিজি ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(৯) সুপারভাইজার (এস-১ গ্রেড) – ফার্মাসি : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ফার্মাসিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(১০) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (এস-১ গ্রেড) – মেকানিক্যাল : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও অটোক্যাড জানতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(১১) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (এস-১ গ্রেড) – ইলেকট্রিক্যাল : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও অটোক্যাড জানতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
(১২) ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (এস-১ গ্রেড) – সিভিল : কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও অটোক্যাড জানতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৩,৮০০ টাকা থেকে ৮৩,৩০০ টাকা৷ নিয়োগ হবে ৩ বছরের চুক্তিতে যা পরে আরো ২ বছর পর্যন্ত বাড়তে পারে৷
উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.grse.in ওয়েবসাইটের Career সেকশনে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপ্তর স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৪০০ টাকা অনলাইনে বা অফলাইনে ব্যাঙ্ক চালানের মাধ্যমে এসবিআইয়ের যে কোনো শাখায় জমা দিতে হবে৷ ব্যাঙ্ক চালানের জন্য অতিরিক্ত ৭১ টাকা জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ৬ আগস্ট, ২০২২ এর মধ্যে সাধারণ ডাকযোগে এই ঠিকানায় পাঠাতে হবে -Post Box No. 3076, Lodhi Road, New Delhi – 1100036৷ খামের উপর আবেদন করা পদের নাম ও বিজ্ঞপ্তি নম্বর উল্লেখ করে দিতে হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলGRSE En No. HR/SUP:01/2022৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://grse.in/current-jobs/
Get details: Click Here