Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 ASSISTANT MANAGER IN THE WEST BENGAL POWER DEVELOPMENT CORPORATION LIMITED / ডব্লুবিপিডিসিএলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

Advt. No. WBPDCL/Recruitment/2022/03

The West Bengal Power Development Corporation Limited (WBPDCL), a Government of West Bengal Enterprise, intends to engage experienced professionals for the following post.

Post: Assistant Manager  (Civil).

Total vacancy: 6 (UR: 2, UR EC: 1, SC: 1, ST: 1, OBC-B 1).

Eligibility: Full Time 4 years B.E. / B. Tech. / Integrated M. Tech. / Dual-degree B.Tech. – M. Tech./ B.Sc. – B. Tech./ B. Tech. through lateral entry programme degree in Civil Engineering / Construction Engineering from a University.

Age limit: 34 years as on 01.02.2022.

Salary:  63,000/- per month.

Last Date of Online Application: 22nd February, 2022.

……………………………………………………………………………………….

দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ৬ জন ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল)’নিয়োগ করবে৷ ৩ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে পারে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং / কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / ইন্টিগ্রেটেড এম.টেক অথবা ডুয়াল ডিগ্রি বি.টেক – এম.টেক / বি.এসসি – বি.টেক / ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৪ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৬  (জেনাঃ ২, জেনাঃ ইসি ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬৩,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbpdcl.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷  নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://wbpdcl.co.in/

Get detailsClick Here

Share it :