Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 DISTRICT MICROBIOLOGIST IN WEST BENGAL / রাজ্যের স্বাস্থ্য বিভাগে ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট

Recruitment Notice No. SHFWS/2021/240

West Bengal State Health & Family Welfare Samiti invites online applications for the following post.

Post: District Microbiologist IDSP-CD.

Eligibility: M.Sc in Medical Microbiology / Microbiology.

Age limit: within 40 years (as on 01/04/2021).

Remuneration:  40,000/- per month.

Last Date of Online Application: 25 January, 2022.

………………………………………………………………………..

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেল্যান্স প্রোগ্রামের অধীন ‘ডিস্ট্রিক্স মাইক্রোবায়োলজিস্ট আইডিএসপি-সিডি’ পদে চুক্তির ভিত্তিতে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ জানুয়ারি সকাল ১১টা থেকে ২৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল মাইক্রোবায়োলজি / মাইক্রোবায়োলজিতে এম.এসসি পাশ হতে হবে৷ উল্লিখিত বিষয়গুলিতে পিএইচ.ডি / এম.ফিল পাশ হলে ও শিক্ষালাভের পর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ এপ্রিল, ২০২১ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ ২০ জানুয়ারি, ২০২২ এর মধ্যে প্রার্থীদের ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার শেষ তারিখ২২ জানুয়ারি, ২০২২৷ফি জমা দেবার পর সম্পূর্ণ দরখাস্ত জমা দেবার শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২২৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর), কম্পিউটার টেস্ট (১৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/

Get detailsClick Here

Share it :