Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 GROUP C STAFFS IN IIHT, GUWAHATI

Advertisement No. IIHT/GHY/01/2025

Indian Institute of Handloom Technology, Guwahati invites online applications for the following posts.

Post:   Lab Assistant, Lab Attendant.

Total vacancy: 6. Lab Assistant: 3, Lab Attendant: 3.

Eligibility: post wise different.

Age Limit: within 30 years.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 8th September, 2025.

……………………………………….

হ্যান্ডলুম টেকনোলজি প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ড্যান্ট নিয়োগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি, গুয়াহাটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট  পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম টেকনোলজি / টেক্সটাইল টেকনোলজি / হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

আবেদন:  দরখাস্ত করতে হবে https://www.iihtguwahati.ac.in/Notice.aspx ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ নথিপত্র-সহ পূরণ করা দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director (Institiute), Indian Institute of Handloom Technology, Jawahar Nagar, Khanapara, Guwahati – 781022৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.iihtguwahati.ac.in/Notice.aspx

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৬ /৮ /২০২৫)

Share it :

Leave a Reply