Advt. No. 01/2021
Applications are being invited for recruitment to Group ‘C’ posts at the Headquarters 111 Sub Area Bengdubi (West Bengal), Station Headquarters Hashimara (West Bengal) and Station Headquarters Gangtok (Sikkim) under Ministry of Defence.
Post: Stenographer Grade II, Lower Division Clerk, Messenger, Safaiwala.
Total Vacancy: 6
Stenographer Grade II– 1 (UR)
Lower Division Clerk– 1(UR)
Messenger– 3 (UR: 2, OBC:1)
Safaiwala– 1(UR).
Eligibility:
Stenographer Grade II – (i) 12th Class or equivalent from the recognized University/Board. (ii) Dictation : 10 minutes @ 80 words per minute, (iii) Transcription: 50 minutes (English), 65 minutes (Hindi) (On Computer).
Lower Division Clerk – (i) 12th Class pass or equivalent examination from recognized Board/University, (ii) English typing @35 words per minute on computer or Hindi typing @30 words per minute on computer, (iii) Basic computer knowledge.
Messenger – Matriculation pass (10th Class) or equivalent from recognized Board.
Safaiwala – Matriculation pass (10th Class) or equivalent from recognized Board.
Age limit: 18 years to 25 years (18 years to 28 years for OBC)
Pay scale:
Stenographer Grade II: Rs. 25,500 – Rs. 81,100
Lower Division Clerk: Rs. 19,900 – Rs. 63,200
Messenger: Rs. 18,000 – Rs. 56,900
Safaiwala: Rs. 18,000 – Rs. 56,900
Last date of receipt of application: 20th November, 2021 (5pm)
…………………….
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের হেডকোয়ার্টার্স ১১১ সাব এরিয়া বেঙডুবি (পশ্চিমবঙ্গ), স্টেশন হেডকোয়ার্টার্স হাসিমারা (পশ্চিমবঙ্গ) ও স্টেশন হেডকোয়ার্টার্স গ্যাংটক (সিকিম)-এ স্টেনোগ্রাফার গ্রেডII, লোয়ার ডিভিশন ক্লার্ক, ম্যাসেঞ্জার, সাফাইওয়ালা পদে ৬ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টেনোগ্রাফার গ্রেডII : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে প্রতি মিনিটে ৮০টি শব্দ মোট ১০ মিনিট ডিক্টেশন করতে হবে এবং কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিটে ও হিন্দিতে ৬৫ মিনিটে ট্রান্সক্রিপশন করতে হবে৷ বয়স : ২০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছর৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া বেঙডুবি-তে৷
(২) লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ইংরিজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার সক্ষমতা ও কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বয়স : ২০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছর৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে স্টেশন হেডকোয়ার্টার হাসিমারা-তে৷
(৩) ম্যাসেঞ্জার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে প্যাডেল সাইকেল চালিয়ে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করার সক্ষমতা ও সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তা আবশ্যক৷ বয়স : ২০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছর (ওবিসি ১৮ থেকে ২৮ বছর)৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া বেঙডুবি (জেনাঃ ১, ওবিসি ১) ও স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটকে (জেনাঃ ১)৷
(৪) সাফাইওয়ালা : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে হাউজ কিংপিয়ের কাজে দক্ষতা ও হাইজিন বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক৷ বয়স : ২০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছর৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া বেঙডুবি-তে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে https://indianarmy.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ২টি পাসপোর্ট ছবি সই করে সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মের প্রমাণপত্র, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), উইলিংনেস সার্টিফিকেট, আধার কার্ড, সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো একটি পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ও মার্কশিটের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত ৩টি পাসপোর্ট ছবি ও নিজের নাম ঠিকানা লেখা একটি খাম (২৫ টাকার স্ট্যাম্প-সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর ‘Application For The Post of Stenographer grade-ii / lower division clerk / messenger / safaiwala (ur/bc) লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To The Colonel (General staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, (West Bengal) PIN – 734424৷
প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে ফিজিক্যাল / স্কিল / প্র্যাক্টিক্যাল টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷ লিখিত পরীক্ষার কেন্দ্র- হেডকোয়ার্টার্স ১১১ সাব এরিয়া, বেঙডুবি মিলিটারি স্টেশন (পশ্চিমবঙ্গ)৷ ম্যাসেঞ্জার ও সাফাইওয়ালা পদের জন্য ১ ঘন্টার লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – জেনারেল ইনটেনিজেন্স ও রিজনিং (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপটিটিউড (১৫টি প্রশ্ন, ১৫ নম্বর), জেনারেল ইংলিশ (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর)৷ লোয়ার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার গ্রেডII পদের জন্য ২ ঘন্টার লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – জেনারেল ইনটেনিজেন্স ও রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (১০০টি প্রশ্ন, ১০০ নম্বর)৷ ইংরিজি ও হিন্দি উভয় ভাষাতে প্রশ্নপত্র হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.indianarmy.nic.in
Official Notification: https://indianarmy.nic.in/writereaddata/documents/EMPLOYMENT%20NEWS.pdf