Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 JOB OPENNINGS IN MALDA MEDICAL COLLEGE / মালদা মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ

Advt. no. P/MLD-MCL/3596

Malda Medical College invites applications for the following post.

Post: Medical Officer, Staff Nurse, Data Manager, Counsellor.

Total vacancy: 6. Medical Officer 2, Staff Nurse 1, Data Manager 1, Counsellor 2.

Eligibility: post wise different.

Age limit: within 60 years.

Remunaration:  post wise different.

Last Date of Submit Application: 6 December, 2021till 4 pm.

………………………………………………………………

মালদা মেডিক্যাল কলেজে কাউন্সেলর, ডেটা ম্যানেজার, স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার পদে চুক্তির ভিত্তিতে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৬ ডিসেম্বর, ২০২১ দুপুর ৩টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কাউন্সেলর: সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ মেডিক্যাল অ্যান্ড সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক / সাইকোলজিতে স্পেশালাইজেশন থাকলে অগ্রাধিকার পাবেন৷ গ্র্যাজুয়েট নার্স বা সোশিয়োলজিতে মাস্টার ডিগ্রি পাশ ছেলেমেয়েদের ন্যাকো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ১২ দিনের কাউন্সেলর ট্রেনিং নেওয়া থাকলে তারাও আবেদন করতে পারেন৷ বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(২) ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা বা ডোয়েক থেকে ও লেভেল কোর্স পাশ হতে হবে৷ বি.কম পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(৩) স্টাফ নার্স: বি.এসসি নার্সিং বা জিএনএম / এএনএম কোর্স পাশ হতে হবে৷ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে৷  শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷

(৪) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে৷  শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবেwww.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, পাসপোর্ট / ভোটার / আধার কার্ড৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ৬ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে যে কোনো দিন (ছুটির দিন বাদে) সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে -Office of The Principal, Malda Medical College, Malda৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৭০ নম্বর) ও ইন্টারভিউয়ের (৩০ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/pages/career

Get details:

Share it :