Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 JR. ENGINEERS IN KOLKATA PORT / কলকাতা বন্দরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ

Syama Prasad Mookerjee Port, Kolkata is inviting applications for recruitment to the following post on contractual basis.

Post: Jr. Engineer-Grade-I (Electrical)

Total Vacancy: 6

Eligibility: Diploma in Engineering

Age limit: 30 years as on 22.11.2021

Last Date of Application: 22/11/2022

………………………….

শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, কলকাতা জুনিয়র ইঞ্জিনিয়ার-গ্রেড-I (ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ করবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ নভেম্বর, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক পাশ ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ইলেকট্রিক্যাল সুপারভাইজারস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি ইন পার্ট-১, ২ ও ১১ প্রাপক হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২৩ নভেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬৷ বেতন: ২৭,৬০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে www.smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসরে পূরণ করা দরখাস্তের সঙ্গে সম্পূর্ণ জীবনপঞ্জী ও ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), সচিত্র পরিচয়পত্রের প্রতিলিপি এবং দুটি অতিরিক্ত পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে তার উপরে ‘Application for contractual engagement as Jr. Engineer– Grade-I in Electrical discipline’’ লিখে পাঠাতে হবে এই ঠিকানায়-“The Chief  Mechanical Engineer– Syama Prasad Mookerjee Port– Kolkata– Mechanical &amp— Electrical Engineering Department– 8 Garden Reach Road– Kolkata- 700043”৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website:  www.smportkolkata.shipping.gov.in

Official Notification: Click Here

Share it :