Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 PARA MEDICS IN PASCHIM BARDHAMAN DISTRICT / পশ্চিম বর্ধমান জেলায় ৬ স্বাস্থ্যকর্মী

Advt. No. DH&FWS/ ASL / 22-23 / 362

CMOH, Paschim Bardhaman invites online applications from eligible candidates for the following posts.

Post: STS, TBHV, Laboratory Technician.

Total vacancy: 6. STS: 2, TBHV : 2, Laboratory Technician: 2.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application :  19th July, 2022.

………………………………………..

পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে এসটিএস, টিবিএইচভি, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ জুলাই, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এসটিএস:  বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ এমএসডব্লু পাশ ও স্বাস্থ্য ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷

(২) টিবিএইচভি : বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ এমপিডব্লু / এলএইচভি / এএনএম / হেলথ ওয়ার্কার পদে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ কমপক্ষে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি :  দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে  8250999022@icici) জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিতে সই করে তার সঙ্গে ইউপিআই পেমেন্টের রসিদ ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ২৬ জুলাই, ২০২২ বিকেল ৫টার মধ্যে স্পিডপোস্ট / রেজিস্টার্ড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -To The CMOH & Member Secretary, Office of The CMOH, Kalyanpur Satellite Township, Asansole, Paschim Bardhaman, PIN 713305৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.wbhealth.gov.in/pages/career

Get details: click here

Share it :