Advt. No. 09/22
Delhi Subordinate Services Selection Board invites online applications for the following post.
Post: PGT Economics.
Total vacancy: 6 (UR: 3, ST: 2, OBC: 1)
Eligibility: – (1) Master’s Degree in the subject concerned from any recognized University. (2) Degree / Diploma in training /Education. “Qualification mentioned at S.No.2 above relaxable in the case of candidates.”
- Having obtained Ph.D. Degree in the subject concerned from a recognized University/Institution. OR 2. Having obtained First Division in Higher Secondary, Degree and Post Graduate Examination with the Mandatory condition that the candidate will acquire the B.Ed. / B.T. qualification within a period not exceeding three years from the date of his/her joining the service.
Age: within 36 years (as on 01/02/2023).
Pay Scale: 9300-34800 + Grade Pay 4800/-.
Last Date of Online Application: 1st February, 2023.
…………………………..
দিল্লি সরকারের শিক্ষা বিভাগে ‘পিজিটি ইকোনমিক্স’ পদে ৬ জন মেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে দিল্লি সাবর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড৷ এই পদের পোস্ট কোড ৪২/২২৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ট্রেনিং / এডুকেশন বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা থাকতে হবে৷ পিএইচ.ডি পাশ বা উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশনের সব পরীক্ষায় প্রথম শ্রেণির নম্বর থাকা প্রার্থীদের বেলায় ট্রেনিং / এডুকেশন বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা থাকা আবশ্যিক নয় তবে তাদের চাকরিতে যোগদানের ৩ বছরের মধ্যে বি.এড / বি.টি পাশ করতে হবে৷ ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ৩৬ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://dsssbonline.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://dsssb.delhi.gov.in/home/Delhi-Subordinate-Services-Selection-Board
Get details: Click Here