Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 STAFFS IN GKCIET / শিক্ষা মন্ত্রকে ৬ কর্মী নিয়োগ

Advertisement No. 02/2021 Date: 31.08.2021

 

Gani Khan Chowdhury Institute of Engineering and Technology invites online application for the following post.

Post: Senior Security Officer, Assistant Engineer, P.A to Director, Section Officer, Assistant, Sorter (Library).

Total vacancy: Senior Security Officer 1, Assistant Engineer 1, P.A to Director 1, Section Officer 1, Assistant 1, Sorter (Library) 1.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Pay Scale:  Post wise different.

Application Fee:  1500/_. (SC/ST 500/_). For PWD candidates: Nil.

Last date of online application: 30 September, 2021

…………………………………………………..

কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন গনিখান চৌধুরি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিএ টু ডিরেক্টর, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট, সর্টার (লাইব্রেরি) পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিকিউরিটি অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে ও আর্মি / সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স / সরকারি সংস্থা / শিক্ষাপ্রতিষ্ঠান / বেসরকারি সংস্থায় ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সিকিউরিটি অপারেশনস / ফায়ার সার্ভিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স, ফায়ার ফাইটিং, রেসকিউ অপারেশন, বন্যা, ভূমিকম্পের সময়ে হাতেকলমে কাজের ট্রেনিং থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৩,১০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ হাতেকলমে কাজের অভিজ্ঞতা ও ক্যাড জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৩,১০০ টাকা, গ্রেড পে ৫,৪০০ টাকা৷

(৩) পিএ টু ডিরেক্টর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে ও ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-অফিস সিস্টেম, স্প্রেডশিট জানা থাকলে এবং ইংরেজি ও হিন্দি ভাষায় লিখতে-বলতে জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৪) সেকশন অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫% নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজের অভিজ্ঞতা, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-অফিস সিস্টেম, স্প্রেডশিট জানা থাকলে এবং ইংরেজি ও হিন্দি ভাষায় লিখতে-বলতে জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা, গ্রেড পে ৪,৮০০ টাকা৷

(৫) অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে ও প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজ জানতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষায় লিখতে-বলতে জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(৬) সর্টার (লাইব্রেরি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশিটের কাজ জানা থাকলে ও লাইব্রেরি সায়েন্সের কোনো সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা, গ্রেড পে ১,৯০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেhttps://www/gkciet.ac.in/notice/recruitment/online ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.gkciet.ac.in/

Get Detailshttps://www.gkciet.ac.in/uploads/1/2021-08/gkciettest_advertisementdetails.pdf

 

Share it :