Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 STAFFS VACANCY IN LCB / লেবং ক্যান্টনমেন্ট বোর্ডে শিক্ষক ও অশিক্ষক কর্মী

Advt. No.  LCB/16/XL/09/L

Applications are invited for the following posts in Lebong Cantonment Board.

Post: Pharmacist, Assistant Teacher (primary), Lower Division Clerk, Forest Mali, Safaiwala, Mazdoor.

Total vacancy: 6. Pharmacist: 1, Assistant Teacher (primary): 1, Lower Division Clerk: 1, Forest Mali: 1, Safaiwala: 1, Mazdoor: 1.

Eligibility:  post wise different.

Age: 21 to 30 years (as on 20/01/2023).

Pay Scale: post wise different.

Last Date of Submit Application : 20th January, 2023 till 5 pm.

…………………………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ লেবং (দার্জিলিং) ক্যান্টনমেন্ট বোর্ডে ফার্মাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট মালি, সাফাইওয়ালা, মজদুর পদে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ২০ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ২০ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ফার্মাসিস্ট: উচ্চমাধ্যমিক পাশের পর ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা / ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কেন্দ্রীয় / রাজ্য সরকারের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডি.এল.এড বা বি.এল.এড পাশ বা ডি.এড বা বি.এড পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষিত এবং নেপালি, হিন্দি, ইংরেজি ভাষা জানা থাকলে ভালো হয়৷  শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷

(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষিত, ইংরেজি ভাষায় সাবলীলতা এবং ইংরেজি / হিন্দি টাইপিং জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা৷

(৪) ফরেস্ট মালি: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষিত, গার্ডেনিং ও হর্টিকালচার ক্ষেত্রে কাজের অভিজঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৭,৬০০ টাকা থেকে ৪৫,২০০ টাকা৷

(৫) সাফাইওয়ালা: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ ম্যাসনারি, প্লাম্বিং, কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কুকিং ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা৷

(৬) মজদুর: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ ম্যাসনারি, প্লাম্বিং, কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কুকিং ক্ষেত্রে কাজের অভিজঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.lebong.cantt.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ফরেস্ট মালি, সাফাইওয়ালা ও মজদুর পদের বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / রূপান্তরকামী / মহিলা প্রার্থীদের বেলায় ২৫০ টাকা), ফার্মাসিস্ট, সাফাইওয়ালা ও মজদুর পদের বেলায় ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / রূপান্তরকামী / মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Chief Executive Officer, Cantonment Board Office Lebong’-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং ২ কপি অতিরিক্ত পাসপোর্ট মাপের ছবি (ছবির পেছনে নিজের নাম ও আবেদন করা পদের নাম লিখে দিতে হবে) ও ৫০ টাকার ডাকটিকিট লাগানো নিজের নাম ঠিকানা লেখা দুটি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে – Cantonment Board Office, Lebong, Darjeeling, West Bengal – 734105৷ খামের উপর বোল্ড ও ইটালিক্স হরফে লিখতে হবে ‘Application for the post of __’৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://lebong.cantt.gov.in/

Get details: Click Here

 

Share it :